Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মধ্যপ্রাচ্য সঙ্কট নিরসনে সব পক্ষকেই আলোচনায় বসা জরুরি : এরদোগান

শুরু থেকেই কাতারের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জি-২০ সম্মেলনে অংশ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক সঙ্কট সমাধান প্রয়োজন। এজন্য সব পক্ষকেই আলোচনায় বসা জরুরি। এই অঞ্চলে শান্তির জন্য সংশ্লিষ্ট দেশগুলোর একটি সমঝোতায় পৌঁছাতে হবে। গত শনিবার জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে আবারো তিনি কাতার প্রশ্নে এসব কথা বলেন। মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কটকালের শুরু থেকেই কাতারের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগান বেশ কিছুদিন ধরেই সউদী জোট আরোপিত নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন। গত ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনর অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সউদী আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর সহ কয়েকটি দেশ। সম্পর্ক পুনর্গঠনে কাতারেক ১৩টি শর্তও বেঁধে দেয় সউদী জোট। এরমধ্যে তুরস্কের একটি সামরিক বিমান ঘাঁটি বন্ধের দাবিও রয়েছে। এসব শর্তে বরাবরই ক্ষোভ প্রকাশ করে কাতারের পক্ষে অবস্থান নেয় তুরস্ক। জি-২০ সম্মেলনে আবারো সেই অবস্থান পুনর্ব্যক্ত করলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। প্রসঙ্গত, সউদী জোটের শর্তের প্রেক্ষিতে কাতারের জবাবের পরে দোহার অবস্থানকে নেতিবাচক উল্লেখ করে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ওই আঞ্চলিক জোট। আল-জাজিরা, আনাদুলো, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ