Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদাবলি

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বৃষ্টি বিরহের

পদাবলি

সাকিব জামাল
বৃষ্টি ঐ কৈশরে

নদীর জলে দিয়ে ডুব, পেতে কান
ভালো লাগে শুনতে বৃষ্টির গান।
ছোট্ট ছোট্ট ডুব আর অল্প অল্প গান
মাততো কৈশরে আনন্দে এই প্রাণ ।
হাডুডু,ফুটবল খেলে কতো কাদা মাখামাখি
বন্ধুদের হৈ হুলে­ার হৃদয়ে দিয়েছি রাখি ।
এ তো গেল দিনের কথা, রাতের কথা বলি-
টিনের চালে কি মধুর তার নৃত্য-পদাবলী !
তারই মোহে, উথালিয়া প্রেমে মোর মন -
জেগে রইতো ঐ কৈশরে, পারে যতক্ষণ ।
ঘুমের পরী নামলে চোখে- বৃষ্টি ভেজা রাতে
ঘুম পড়ানিয়া গান ছিলো সে নৃত্যের সাথে ।
এখনও বৃষ্টি হয় ! ধরার বুকে আসে রাত দিন –
ফিরতে পারিনা আর ঐ কৈশরে ! ঐ সময়-বিলীন !
ছুটেরে, মন ছুটে, আকাশ মেঘে ঢাকে যখন
ডাকে বৃষ্টি মোরে, ডাকে ঐ কৈশরও -তখন !

হাফিজ উদ্দীন আহমদ
হয়তো শুকিয়ে যাবো

নদীর সাথে যেতে চাই বয়ে বারো মাস
সহস্র বাঁধা অতিক্রম করবো প্রতিদিন
যেতে যেতে হয়তো শুকিয়ে যাবো
নয়তো মিলবো যেয়ে সাগরে
তার মতোই চাই উচ্ছল জীবন
নদীর মতো নিজেকে নিতে চাই গড়ে।



 

Show all comments
  • Abul kashem ২৮ জুলাই, ২০১৭, ৯:০৫ এএম says : 0
    কতো লোকে কতো কথা বলবে। তাই বলে কি সব শুনতে হবে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন