নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : লাল-সবুজ অ্যাথলেটিক্সের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের দ্রæততম মানব মেজবাহ আহমেদ এবার বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের হ্যাটট্রিক করতে যাচ্ছেন। মস্কো ও বেইজিংয়ের পর এ আসরে খেলতে লন্ডন যাবেন তিনি। আগামী ৪ আগস্ট লন্ডনে বসছে আইএএএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ১৬তম আসর। চলবে ১৩ আগস্ট পর্যন্ত। এ আসরে খেলার মধ্যদিয়ে মেজবাহ আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে বড় আসর বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের হ্যাটট্রিক করবেন। বর্তমানে তিনি ভারতের ভুবনেশ্বরে এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
দেশের অ্যাথলেটিক ট্র্যাকের রাজা মেজবাহ টানা পাঁচবার ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে দ্রæততম মানবের খেতাব নিজের দখলে রেখেছেন। বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট প্রথমবার দেশে সেরার খেতাব জিতেছিলেন ২০১৩ সালে বাংলাদেশ গেমসে। এই গেমসে দ্রæততম মানব হওয়ার পর মেজবাহ আহমেদের কাছ থেকে শ্রেষ্ঠত্বের মুকুট এখন পর্যন্ত কেড়ে নিতে পারেননি অন্য কোন অ্যাথলেট। এখন তার লক্ষ্য ঘরোয়া আসরে ডাবল হ্যাটট্রিক করা। আগামী ২০ জুলাই ঢাকায় শুরু হবে সামার অ্যাথলেটিক মিট। এই মিটে সেরা হলে অনন্য এক রেকর্ড গড়বেন বাগেরহাটের তরুণ অ্যাথলেট মেজবাহ।
বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের উদ্দ্যেগে ও ভারতীয় অ্যাথলেটিক ফেডারেশনের সহযোগিতায় লাল-সবুজের ১৮ অ্যাথলেট বর্তমানে ভুবনেশ্বরে অনুশীলন করছেন। এই দলে মেজবাহও আছেন। এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ভালো করার লক্ষ্যে দেশের তাদের এই প্রস্তুতি ক্যাম্প। ৬ থেকে ৯ জুলাই পর্যন্ত ভুবনেশ্বরেই চলবে এই চ্যাম্পিয়নশিপের খেলা।
ভুবনেশ্বর থেকে ফেসবুকে মেজবাহ বলেন,‘এখানে আমাদের অনেক ভালো অনুশীলন হচ্ছে। অ্যাথলেটদের জন্য এ ধরনের সুযোগ আগে কখনো আসেনি। কোনো দিন দুই বেলা আবার কোনো দিন এক বেলা অনুশীলন করছি আমরা। স্থানীয় স্প্রিন্টের সেরা কোচ মাঝে মধ্যে আমাদের অনুশীলন করাচ্ছেন। এখানে যে এলাকায় আমাদের আবাসন ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে অনুশীলন ভেন্যু মাত্র ১০ মিনিটের পথ। আমরা নিবিড়ভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছি।’ নিজের টাইমিং নিয়েও সন্তুষ্ট মেজবাহ। তিনি জানান, আগের চেয়ে টাইমিংয়ের উন্নতি হচ্ছে তার।
বাংলাদেশের ট্র্যাকের রাজা মেজবাহ আহমেদ ২০১৩ সালে রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে ১১.২৪ সেকেন্ড সময়ে দেীঁড় শেষ করেছিলেন। ২০১৫ সালে চীনের বেইজিংয়ে এই চ্যাম্পিয়নশিপের পরের আসরে তার সেরা সময় ছিলো ১১.১৩ সেকেন্ড। সর্বশেষ গৌহাটি-শিলং সাউথ এশিয়ান গেমসে ১০.৭২ সেকেন্ড সময়ে দৌঁড় শেষ করলেও রিও অলিম্পিকে মেজবাহ সময় নিয়েছিলেন ১১.৩৪ সেকেন্ড। আর সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে তার সময় ছিলো ১০.৬৩ সেকেন্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।