নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শুরু হয়েছে দু’দিন ব্যাপী ঢাকা সিটি এফসি জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। আসরের প্রথমদিনেই বাজিমাত করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কৃতি অ্যাথলেট হাসান মিয়া। তিনি দেশের টানা সাতবারের দ্রæততম মানব নৌবাহিনীর মেজবাহ আহমেদকে হটিয়ে ১০০ মিটার স্প্রিন্টে সেরার খেতাব জিতে নিয়েছেন। অন্যদিকে দেশের নারী স্প্রিন্টের রানী নৌবাহিনীর শিরিন আক্তার নিজের মসনদ টিকিয়ে রেখেছেন। যথারীতি মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়ে তিনি টানা সপ্তমবারের মতো দ্রæততম মানবীর খেতাব জিতেছেন। ছুঁয়েছেন আগের সাতবারের দ্রæততম মানবী সাবেক তারকা অ্যাথলেট লাভলী সুলতানাকে।
গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সামার অ্যাথলেটিক্সের প্রথম দিন পুরুষ এবং নারী দু’বিভাগের ১০০ মিটার স্প্রিন্টকে ঘিরে ছিল যেন উৎসবমুখর পরিবেশ। সবাই অপেক্ষায় ছিলেন মেজবাহ-শিরিন কি নিজেদের সিংহাসন রক্ষা করতে পারবেন? নাকি দেশ পাবে নতুন দ্রæততম মানব-মানবীকে, তা দেখার জন্য। নিজের সিংহাসন টিকিয়ে রাখতে শিরিন সফল হলেও ব্যর্থ হয়েছেন মেজবাহ। তিনি হার মেনেছেন বিকেএসপির হাসান মিয়ার কাছে। হাসান মেজবাহকে সিংহাসন চ্যুত করতে সময় নিয়েছেন ১০.৮০ সেকেন্ড। অন্যদিকে শিরিন ১২.২০ সেকেন্ড সময় নিয়ে দৌঁড় শেষ করে টানা সপ্তমবারের মতো দ্রæততম মানবীর খেতাব জিতেছেন। এর এতেই তিনি ভাগ বসালেন আগের সাতবারের দ্রæততম মানবী লাভলী সুলতানার রেকর্ডে।
কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষদের ১০০ মিটার স্প্রিন্ট শুরুর আগেই বিকেএসপির কোচ মেহেদী হাসান সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন- ‘এবার নতুন দ্রæততম মানবকে দেখতে পাবেন’। হলোও তাই। সাতবারের দ্রæততম মানব মেজবাহ’র (১০.৯০) রাজত্বে হানা দিয়ে মুকুট ছিনিয়ে নিলেন বিকেএসপির হাসান মিয়া। জাতীয় ও সামার অ্যাথলেটিক্স মিলিয়ে সাতবার ট্র্যাকে রাজত্ব করেছেন নৌবাহিনীর মেজবাহ আহমেদ। দেশের দ্রæততম মানবের মুকুট পরে বিভিন্ন গেমসেও অংশ নিয়েছেন। কিন্তু এবার তাকে থামতে হলো। মার্চে অনুষ্ঠিত জাতীয় যুব গেমসে রেকর্ড ১০.৬০ সেকেন্ড সময় নিয়ে দ্রæততম বালক হয়েছিলেন এই হাসান মিয়া। কিন্তু জাতীয় পর্যায়ে এসে .২০ সেকেন্ড সময় বেশি নিয়েছেন তিনি। বড় প্রতিদ্ব›িদ্বর বিপক্ষে দৌড় বলেই সময়টা বেশি হয়েছে বলে জানান ট্র্যাকের নতুন রাজা। হাসান বলেন, ‘আমি ভাবতেই পারিনি মেজবাহ ভাইকে পেছনে ফেলে উনার কাছ থেকে দ্রæততম মানবের খেতাব ছিনিয়ে আনতে পারবো। তবে আত্মবিশ্বাস ছিল। তাই সময়টা একটু বেশিই নিতে হয়েছে। ভবিষ্যতে এই সময়টাকে আমি কমিয়ে আনতে চাই। তবে সাফল্য পেয়ে খুব ভালো লাগছে।’ তিনি যোগ করেন, ‘হিটে দাঁড়িয়েই কেন যেন আমার মনে হচ্ছিল, আমার দ্বারা সম্ভব। তাছাড়া হিটে মেজবাহ ভাইয়ের দৌঁড় দেখেও আমি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠি। উনার সাতবারের রেকর্ড আমি ভাঙ্গতে চাই। আমার ভবিষ্যত লক্ষ্য সাউথ এশিয়ান (এসএ) গেমসে একটি পদক জেতা।’
অন্যদিকে ট্র্যাকের রানী ঠিকই থেকে গেলেন নৌবাহিনীর শিরিন। তিনি পেছনে ফেলেন একই দলের সোহাগী আক্তারকে (১২.৩০ সেকেন্ড)। পাঁচ বছরে সাতবার দ্রæততম মানবী হয়েছেন শিরিন। ২০১৪ সালে জাতীয় ও সামার, ২০১৫ ও ’১৬ সালে জাতীয় সিনিয়র মিট, ২০১৭ সালে জাতীয় ও সামার মিট এবং কাল সামার মিটে। এতদিন সতীর্থ মেজবাহকে পাশে নিয়ে ছবি তুলেছেন। এবার সামারে তুললেন হাসান মিয়াকে নিয়ে। শ্রেষ্ঠত্ব ধরে রেখে শিরিন বলেন, ‘হাসান আর আমি এক সঙ্গে বিকেএসপিতে অনুশীলন করেছি। সে দ্রæততম মানব হওয়ায় আমি খুব খুশী। তবে মেজবাহ হলে আরও খুশী হতাম। নিজের রাজত্ব টিকিয়ে রাখতে পেরে খুশী শিরিন। তার কথায়, ‘টানা সাতবার দ্রæততম মানবী হয়ে খুশী লাগছে। সাবেক দ্রæততম মানবী লাভলী আপার রেকর্ডে ভাগ বসাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তবে এবারের টাইমিং নিয়ে খুশী হতে পারিনি।’
আসন্ন এসএ গেমসে দেশকে একটি সোনা উপহার দিতে চান নৌবাহিনীর এই অ্যাথলেট। এ প্রসঙ্গে শিরিন বলেন, ‘এসএ গেমসে ১০০ মিটার স্প্রিন্টের রেকর্ড ১১.৬০ সেকেন্ড। আর শ্রীলংকার রতœায়েক দৌঁড়েছিলেন ১১.৭০ সেকেন্ডে। আমি .২৯ কমাতে পারলেই দেশকে স্বর্ণপদক উপহার দিতে পারবো। এখন সেটাই আমার প্রধান লক্ষ্য।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।