২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
মাথায় ভরা চুল একজন পুরুষকে করে তোলে ব্যক্তিত্বসম্পন্ন। কিন্তু যৌবনে যখন চুল পড়া শুরু হয়, নারী-পুরুষ সবাই অসহায় হয়ে পড়ে। কারণ, যৌবনকে ধরে রাখতে চুলের ভূমিকা অনেকখানি। বর্তমানে কসমেটিক চিকিৎসার মাধ্যমে টাক মাথায় চুল গজানো সম্ভব হয়েছে।
টাক : টাক শব্দটির ইংরেজী প্রতিশব্দ হলো- এলোপেসিয়া। অর্থাৎ টাক বলতে মাথা বা শরীরের লোম যেকোন অংশ হতে আংশিক বা ছড়ানো ছিটানো চুল পড়ে যাওয়াকেই বুঝায়।
শ্রেণীবিভাগ : ০ স্কারিং ও নন-স্কারিং
০ হেরেডিটারী ও নন- হেরেডিটারী
০ এলোপেসিয়া এরিয়াটা, এলোপেসিয়া টোটালিস এবং এলোপেসিয়া- ইউনিভার্সালিস।
টাক এর কারণ
প্রধান প্রধান কারণগুলো হলো- ০ ইডিওপ্যাথিক অর্থাৎ কারণ অজানা ০ অটোইমিউন ০ জীবাণুঘটিত ০ জন্মগত ০ সিস্টেমিক ০ টিউমারজনিত ০ ফিজিওলজিক্যাল ০ হরমোনজনিত ০ জখমজনিত ০ পুষ্টিহীনতা ০ ঔষধের পার্শ্বক্রিয়া ০ চর্ম রোগ ০ সাইকোলজিক্যাল
ল্যাব-পরীক্ষা : প্রধান পরীক্ষাগুলো হলো- ০ মাইক্রোস্কপি ০ হরমোন এনালাইসিস ০ রক্তের বিশেষ কিছু পরীক্ষা
আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসা : প্রচলিত চিকিৎসাগুলোর সাফল্য টপকিয়ে আধুনিক বৈজ্ঞানিক কসমেটিক চিকিৎসায় স্টেমসেল থেরাপি ও টপিক্যাল মিনক্সিডিলের প্রচলন বর্তমানে টাক চিকিৎসায় সাফল্য এনেছে। তাই আর দেরী নয়। কারণ, বর্তমানে এ চিকিৎসাটির সাফল্য ও জনপ্রিয়তা একগাদা টাকা খরচ করে ‘হেয়ার-ট্রান্স প্লানটেশন’ এর চাহিদা অনেক অনেক কমিয়ে দিয়েছে।
ষ ডা. একেএম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও এলার্জী বিশেষজ্ঞ
এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৭১৯২১৯৪২৯, ০২৯৩৪২৮৭৬
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।