Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাক মাথায় চুল গজায়

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ১২:৪৪ এএম

যৌবনকে ধরে রাখতে মাথার চুলের ভূমিকা অনেক খানি। মাথা ভরা চুল একজন পুরুষকে করে তোলে ব্যক্তিত্বসম্পন্ন। কিন্তু যৌবনে যখন চুল পড়ে গিয়ে মাথায় টাক সৃষ্টি হয়, তখন সবাই অসহায় হয়ে পড়ে।

টাক : টাক বলতে মাথা বা শরীরের লোমশ যে কোন অংশ হতে আংশিক বা ছড়ানো-ছিটানো চুল পড়ে যাওয়াকেই বুঝায়।

শ্রেণী বিভাগ
১। স্কারিং ও নন-স্কারিং।
২। হেরেডিটারি ও নন- হেরেডিটারি।
৩। অটো-ইমিউন।

অথবা
১। এলোপেসিয়া এরিয়াটা।
২। এলোপেসিয়া টোটালিস।
৩। এলোপেসিয়া ইউনিভার্সালিস।

ল্যাব-পরীক্ষা
১। মাইক্রোস্কপি
২। হরমোন এনালাইসিস
৩। রক্তের বিশেষ কিছু পরীক্ষা

আধুনিক চিকিৎসা
প্রচলিত চিকিৎসাগুলোর সাফল্য টপ্কিয়ে বৈজ্ঞানিক কসমেটিক চিকিৎসায় পিআরপি ও স্টেমসেল থেরাপি এবং টপিক্যাল মিনক্সিডিলের প্রচলন বর্তমানে টাক চিকিৎসায় সাফল্য এনেছে। এতে কোন পার্শ্ব প্রক্রিয়া নেই। তাই আর দেরি নয়। কারণ, বর্তমানে এ চিকিৎসাটির সাফল্য ও জনপ্রিয়তা একগাদা টাকা খরচ করে ‘হেয়ার ট্রান্সপ্লানটেশন’র চাহিদা অনেক অনেক কমিয়ে দিয়েছে।

ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯১৪৪১৪৫৪৮।



 

Show all comments
  • মোঃ সুজন চৌকিদার ১০ এপ্রিল, ২০২২, ১২:১৬ পিএম says : 0
    আমার মাথায় চুল নাই দয়া করে একটু বলবে কি ভাবে চুল গজানো যায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাক মাথায় চুল গজায়

২৯ জানুয়ারি, ২০২১
আরও পড়ুন