মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই হিসেবে হোয়াইট হাউজে এখনো তার ছয় মাস কাটেনি। এরই মধ্যে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ভাবতে শুরু করেছেন ট্রাম্প। শুধু ভাবনা নয়, রীতিমত তহবিল সংগ্রহে নেমে পড়েছেন এ ধনকুবের। এর প্রতিবাদে বিক্ষোভও অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় ওয়াশিংটনের বিলাসবহুল ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে ২০২০ সালের নির্বাচনী তহবিল সংগ্রহে নৈশভোজের আয়োজন করেন ট্রাম্প। এতে অংশ নেন সমাজের বিভিন্ন শেণি-পেশার প্রায় তিন শতাধিক ধনী মানুষ। তারা ট্রাম্পের নির্বাচনী তহবিলে চাঁদা প্রদান করেন। রিপাবলিকান দলের ন্যাশনাল কমিটির মুখপাত্র লিন্ডসে জাঙ্কার জানান, এ আয়োজনে প্রতি প্লেট খাবারের দাম ধরা হয়েছিল সর্বোচ্চ ৩৫ হাজার ডলার। সব মিলিয়ে এক সন্ধ্যায় ট্রাম্প তার তহবিলে জমা করেছেন প্রায় এক কোটি ডলার। তহবিল থেকে একটা নির্দিষ্ট অংশ দলের নির্বাচনী তহবিলেও জমা দেয়া হবে। একইদিন হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ হুকেবি বলেন, অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদের জন্য ২০২০ সালের নির্বাচনে লড়বেন। এর পরপরই এ আয়োজনের খবর এল। ট্রাম্পের এ আয়োজনকে ঘিরে ওয়াশিংটনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা স্বাস্থ্যসেবার মতো মৌলিক তহবিল থেকে অর্থ কমানোর প্রতিবাদ করেছেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের মালিকানাধীন একটি হোটেলে এ আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রেসিডেন্ট জর্জ ডবিøউ বুশের আমলে হোয়াইট হাউজের নীতি বিষয়ক আইনজীবী দলের প্রধান রিচার্ড পেইন্টার মনে করছেন, এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট সরাসরি আর্থিকভাবে লাভবান হবেন। এটা সরকারি পদে থেকে নৈতিকতা বিরোধী কাজ। তার অন্য কোনো হোটেলে এ আয়োজন করা উচিত ছিল। এদিকে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ক্যাথলিন ক্লার্কের মতে, এ আয়োজনের মধ্য দিয়ে ট্রাম্প কোনো আইন ভাঙেননি। তবে এজন্য হোটেলটিকে কি পরিমাণ অর্থ দেয়া হয়েছে, তা স্পষ্ট নয়। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। বিবিসি, ফক্স নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।