Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক বছর নিষিদ্ধ মালিঙ্গা

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকেরাকে ‘বাদর’ বলে কটাক্ষ করায় এক বছরের নিষেধাজ্ঞার সম্মুখীন হলেন শ্রীলংকার ডান-হাতি পেসার লাসিথ মালিঙ্গা। তবে এই শাস্তি ছয় মাসের জন্য স্থগিত থাকবে। এর মধ্যে তিনি একই অপরাধ করলে সরাসরি ১ বছরের জন্য নিষিদ্ধ হবেন। পাশাপাশি পরবর্তী ওয়ানডেতে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে তাকে। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
এসএলসি থেকে জানানো হয়, ‘ছয় মাসের জন্য স্থগিতসহ এক বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে মালিঙ্গাকে। শুধুমাত্র নিষেধাজ্ঞাই নয়, পরবর্তী ওয়ানডের জন্য তাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হলো। তবে আগামী ছয় মাসের মধ্যে একই ধরণের কাজ করলে শাস্তি কার্যকর হবে।’
চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরের গ্রæপ পর্ব থেকেই বিদায় নেয় শ্রীলংকা। ইংল্যান্ডে অনুষ্ঠিত এই আসরে বাজে পারফরমেন্সের কারণে জাতীয় দলের খেলোয়াড়দের সমালোচনা করেন দেশটির ক্রীড়ামন্ত্রী জয়াসেকারা। তিনি বলেন, ‘জাতীয় দলের খেলোয়াড়দের ভুড়ি বড় এবং মোটা হয়ে গেছে। যেসব খেলোয়াড়রা আইপিএলে খেলে তারা পুরোপুরিভাবেই আনফিট।’ ক্রীড়ামন্ত্রীর এমন বক্তব্যে রাগে-ক্ষোভে ফেটে পড়েন মালিঙ্গা। তাই মন্ত্রীকে উদ্দেশ্যে করে মালিঙ্গা বলেন, ‘এ যেন টিয়াপাখির বাসায় ঢুকে পড়েছে এক বাদর। শুধুমাত্র তাই নয়, সেই বাসাটার সমালোচনাও করছে সে।’
মালিঙ্গার এমন বক্তব্যে তার বিরুদ্ধে শৃংখলাভঙ্গের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সেখানে মুখোমুখি হয়ে নিজের দোষ স্বীকার ক্ষমা প্রার্থনা করেন মালিঙ্গা। এর আগে তার বিরুদ্ধে সৃঙ্খলা ভঙ্গের অভিযোগ না থাকায় লঘু শাস্তিই পেতে হয়েছে তাকে। তবে শাস্তি নিশ্চিত করা হলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে মালিঙ্গাকে। আগামীকাল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। -বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালিঙ্গা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ