নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
খুলনা টাইটান্সের জার্সিতে পুরো মৌসুমে খেলা হলো না লাসিথ মালিঙ্গার। পারিবারিক কারণে গতপরশুই দেশে ফিরে গেছেন অভিজ্ঞ এই পেসার। খুলনা টাইটান্সের ম্যানেজমেন্ট তার চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১৪ জানুয়ারি সিলেটে খুলনা টাইটান্সের সঙ্গে যোগ দিয়েছিলেন। কিন্তু মাত্র দুটি ম্যাচ খেলে তাকে ফেরত যেতে হলো ব্যক্তিগত কারণে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংসের বিপক্ষে দুই ম্যাচ খেললেও একটি উইকেট নিয়েছেন এবারের মৌসুমে।
তার চলে যাওয়া প্রসঙ্গে খুলনার টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ‘পারিবারিক কারণে তাকে চলে যেতে হচ্ছে। তাকে আমরা মিস করবো।’
প্লেয়ার ড্রাফট থেকে বিদেশি ক্যাটাগরিতে শ্রীলঙ্কান এই পেসারকে দলে নেয় খুলনা। গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা এই ‘এ’ ক্যাটাগরিতে থাক গতি তারকাকে দেড় লাখ মার্কিন ডলারে কিনে নেয় টাইটান্স। দুই ম্যাচ খেলা ঝুলিতে পুরেছেন মাত্র একটি উইকেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।