নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আক্ষেপটা থেকেই গেলো তামিম-মুশফিকের
স্পোর্টস রিপোর্টার : মাইলফলকের কথা মাথায় রেখেই সেমিফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজার রানের রেকর্ডটা গড়ে ফেলার পথে বেশ এগোচ্ছিলেন তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
দরকার ছিল ৩২ রান, কিন্তু সাকিব থেমেছেন ১৫ রানেই। ফলে ১৭ রানের আক্ষেপ নিয়ে সাকিবের অপেক্ষা হলো আরও দীর্ঘায়িত। শুধু বাংলাদেশের পক্ষেই রেকর্ড নয়। ৩২ রান করে পাঁচ হাজার রানের মাইলফলকটা ছুঁতে পারলে সাকিব হয়ে যেতেন বিশ্বের পঞ্চম ক্রিকেটার যিনি কিনা ২০০ উইকেট এবং পাঁচ হাজার রানের মাইলফলকের মালিক।
২৩ বলে এক চারে ১৫ রান করা সাকিব বেশ সাবলীলভাবেই খেলছিলেন। কিন্তু রবীন্দ্র জাদেজার বলটা ঠিক বুঝে উঠতে না পারায় ধোনির হাতে কাটা পড়ে সাজঘরের পথ ধরতে হলো সাকিবকে। আজকের ম্যাচ নিয়ে মোট ১৭৭ ম্যাচে সাকিবের মোট রান দাঁড়ালো ৪৯৮৩ রান। শতক ৭টি, অর্ধশতক ২১টি আর গড়টা প্রায় ৩৫ ছুঁইছুঁই (৩৪.৯৮)। যা বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৫৭১৩ রান করেছেন তামিম ইকবাল।
শুধু ব্যাট হাতেই নয় সাকিব আল হাসান বল হাতেও বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট মালিক। ২২৪ উইকেট নিয়ে মাশরাফির পরেই আছেন বিশ্বনন্দিত এই অলরাউন্ডার। বাংলাদেশ কাপ্তান মাশরাফি বিন মর্তুজার সংগ্রহ ২৩১টি উইকেট।
একই দিন আক্ষেপে পুড়তে হয়েছে আরো দু’জনকে। তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ৮২ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফিরে যেতে হয়েছে তামিমকে, আর মুশফিক ফিরেলেন ৬১ রানে।
বাংলাদেশের জন্য গতকালের টস জেতাটা গুরুত্বপূর্নই ছিলো। সেটা শুরুতেই বুঝিয়েছে সৌম্য-সাব্বির। ভুবনেশ্বের কুমারের প্রথম ওভারের শেষ বলে এক অসাধারণ ডেলিভারিতে শূন্য রানে বোল্ড হন সৌম্য সরকার। ওয়ানডাউনে ব্যাটিং করতে এসে সাব্বির শুরুটা ছিল দাপুটে। এসেই শুরু করেছিলেন বাউন্ডারি দিয়ে। তবে উইকেটে থিতু পারেননি বেশিক্ষণ। ২১ বলে ৪ চারে ১৯ রান করেই ফিরলেন সাজঘরে।
তামিম খেলে যাচ্ছিলেন দেখেশুনেই। আরেক পাশ থেকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম। তামিম পেলেন অর্ধশতক। এরপর মুশফিকের ব্যাটেও আসে অর্ধশতক। অর্ধশতক থেকে তামিম ছুটছিলেন শতকের দিকে। কে জানতো আনকোরা কেদার যাদবের কাছেই হতে হবে বোল্ড! ৮২ বল খেলে ৭০ রান করেই ফেরেন সাজঘরে। ৭০ রানে ছিলো সাত ৪ আর এক ৬।
আসরের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ছিলো তামিমের শতক হাঁকানো ইনিংস। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আউট হয়েছিলেন ৯৫ রান করে। শূন্য রান করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। তামিমের বিদায়ের পর উইকেটে আসেন নিউজিল্যান্ডের বিপক্ষে শতক হাঁকানো ম্যাচ জয়ী ব্যাটসম্যান সাকিব আল হাসান। দেখে শুনে খেলতে গিয়েই কিনা কাটা পড়লেন জাদেজার বলে। ধোনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ২৩ বলে ১৫ রান করে। একই পথে হাটেন মুশফিকও। জাদেজার বলে মারতে গিয়ে ক্যাচ দেন কোহলির হাতে। ৮৫ বলে করেন ৬১ রান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।