Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যা লা রি জার্মান চিত্র প্রদর্শনীতে জয়নুলের দুর্ভিক্ষ

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

নীরব হোসেন : বাংলাদেশের আধুনিক ধারার চারুশিল্পের কিংবদন্তি শিল্পী জয়নুল আবেদিনের বিখ্যাত দুর্ভিক্ষ সিরিজ ১৯৪৩ সালের বাংলার দুর্ভিক্ষের অত্যন্ত দুঃখজনক এবং ইতিহাসে অনেকক্ষেত্রেই উপেক্ষিত ঘটনার দৃশ্যমান দলিল, যে দুর্ভিক্ষে আনুমানিক ২ কোটি মানুষ মারা গিয়েছিল। ১৯৪০-এর দশকের প্রথম দিকে আঁকা এই শিল্পকর্ম দুটির আরও সূ² প্রাসঙ্গিকতা উদ্ধার করা যায় বিশ্বযুদ্ধের জটিল ইতিহাসের বিশ্লেষণের মাধ্যমে যে সময় ঔপনিবেশিকতা আরও কঠোর, সহিংস ও নিপীড়ক রূপ ধারণ করে বিশ্বজুড়ে। জার্মানির কাসেলে শুরু হওয়া ডকুমেন্টার ১৪তম আসরে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েরের ব্যক্তিগত সংগ্রহে থাকা দুর্ভিক্ষ সিরিজের দুটি কালি অঙ্কন প্রথমবারের মতো জনসাধারণের কাছে উপস্থাপন করা হয়েছে। এ প্রসঙ্গে ডকুমেন্টার এ আসরের আর্টিস্টিক ডিরেক্টর অ্যাডাম শিমজিক বলেন, আবেদিন এবং অন্যান্য বঙ্গীয় ঘরানার শিল্পীর যাঁরা দুর্ভিক্ষের ইতিহাসকে তাঁদের কাজের মাধ্যমে তুলে ধরেছেন, তাঁদের শিল্পকর্ম প্রদর্শন শুধু তাঁদের সঙ্গেই পরিচিতি নয়; বরং ইউরোপের ঔপনিবেশিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কেও পরিচয় করিয়ে দেওয়া। জয়নুলের দুর্ভিক্ষ চিত্রের পাশাপাশি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে নির্মাতা ও লেখক নাঈম মোহাইমেনের চলচ্চিত্র। নাঈম মোহাইমেনের ‘টু মিটিংস অ্যান্ড এ ফিউনারাল’ বাংলাদেশের ঐতিহাসিক দুটি ঘটনার মধ্যবর্তী এক সময়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। যখন বাংলাদেশ ১৯৭৩ সালের আলজেরিয়ায় ন্যাম বৈঠকে এবং তার মতাদর্শিক প্রতিপক্ষ ইসলামিক দেশগুলোর সংগঠন ওআইসির ১৯৭৪ সালের লাহোর বৈঠকে অংশগ্রহণ করে। চলচ্চিত্রটির মূল বিষয়বস্তু হলো এই দুই বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশের সে সময়ের রাজনৈতিক ও অস্তিত্বের সংকট, বিশেষ করে যখন একই সময়ে সে জাতিসংঘের বৈধতার জন্য লড়াই করছিল। পাশাপাশি চলচ্চিত্রটি তৃতীয় বিশ্বের ধারণাটিকে ক্রম ক্ষয়িষ্ণু হিসেবে বিবেচনা করেছে; বরং এসব অঞ্চলকে ঔপনিবেশিকতার মুক্তি, উদার ধর্মচর্চা এবং সমাজতন্ত্রের বিকাশের একটি সম্ভাব্য স্থান হিসেবে প্রকাশ করেছে। ডকুমেন্টা একটি শিল্প প্রদর্শনী, যা প্রতি ৫ বছর অন্তর কাসেল, জার্মানিতে অনুষ্ঠিত হয়। পশ্চিমা ইউরোপের আভাগার্দ ও পরীক্ষামূলক শিল্পের গুরুত্ব তুলে ধরার জন্য এটি ১৯৫৫ সালে আরনল্ড বডের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে এবার ১৪তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের ১৬০ জনের বেশি শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। জুনের ১০ থেকে শুরু হওয়া এই শিল্পকর্ম প্রদর্শন চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। বেঙ্গল ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন