বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তমদ্দুন মজলিসের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট লেখক, গবেষক ও অনুবাদক অধ্যাপক মুহাম্মদ ফরিদউদ্দিন খান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বক্ষ্যব্যাধি ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে ভর্তি থাকার পর গতকাল ভোর রাতে তিনি ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে তাকে আজিমপুর কবর স্থানে দাফন করা হয়। অধ্যাপক মহাম্মদ ফরিদউদ্দিন খান ১৯৫০ সনের একুশ ফাল্গুন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবীনগর থানাস্থ বিটঘর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ ও ১৯৭৬ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ১৯৭৭ থেকে ১৯৯৬ সন পর্যন্তÍ তিনি ইরানে অবস্থান করেন। তিনি ১৯৮২ থেকে ১৯৯৬ সন পর্যন্ত রেডিও তেহরানের বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। এরপর তিনি ১৯৯৬ সনের শেষের দিকে ইরান থেকে প্রত্যাবর্তন করে বাংলাদেশে আসেন এবং ঢাকায় অবস্থান করেন। তিনি ছিলেন একাধারে লেখক, গবেষক ও অনুবাধক। তিনি বহু গ্রন্থ রচনা ও অনুবাদ করেন তন্মধ্যে ছোট বেলায় প্রিয় নবী (সা:) ইমাম খোমেনীর কবিতা, পশু-পাখির গল্প, আজব শিশু, প্রেম ও প্রতিরোধের বাণী এবং শাহাদতের আরজু ইত্যাদি। অধ্যাপক মুহাম্মদ ফরিদউদ্দিন খানের মৃত্যুতে তমদ্দুন মজলিস পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সেই সাথে তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।