Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিলম্বে হলেও হোয়াইট হাউসে মেলানিয়া ও তার ছেলে

| প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ও তার ছেলে ব্যারন অবশেষে ১৬০০ পেন্সিলভেনিয়া অ্যাভিনিউয়ে উঠলেন। গত রোববার রাতে তারা হোয়াইট হাউসে পৌঁছেন। মেলানিয়ার এক সহকারী জানান, ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ওঠার ছয় মাস পর মেলানিয়া তার ১১ বছর বয়সী ছেলেকে নিয়ে স্বামীর সাথে যোগ দিলেন। ছয় মাস আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে গেলেও ব্যারনের স্কুলের কারণে মেলানিয়া ট্রাম্প সেখানে যেতে পারেননি। ব্যারন নিউইয়র্কের একটি স্কুলে পড়তো। জুন মাসেই তার স্কুলের শিক্ষাবর্ষ শেষ হয়েছে। তাই মেলানিয়া এবার হোয়াইট হাউসে উঠেছেন। ব্যারন ওয়াশিংটনের পাশেই সেন্ট অ্যান্ড্রু এপিস্কোপাল স্কুলে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ভর্তি হবে বলে ধারণা করা হচ্ছে। মেলানিয়া ও ব্যারন ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে নিউইয়র্ক পৌঁছান। হোয়াইট হাউসে পৌঁছে ¯েøাভানিয়ার সাবেক মডেল একটি ছবি তুলে তার টুইটারে পোস্ট করেন। ছবিতে তিনি একটি জানালা দিয়ে সাউথ লন ও দ্য ওয়াশিংটন মনুমেন্টের দিকে তাকিয়ে আছেন। সূত্র : এএফপি।



 

Show all comments
  • jashim ১৩ জুন, ২০১৭, ১:৪৮ এএম says : 0
    valo e holo
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোয়াইট হাউস

২৬ জানুয়ারি, ২০২১
১৫ ফেব্রুয়ারি, ২০২০
৯ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ