Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, নিহত ১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১০ এএম

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছেই গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ওয়াশিংটন ডিসির রাস্তায় গোলাগুলি হয়েছে। ওই এলাকা হোয়াইট হাউস থেকে বেশি দূরে নয়। এই ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি। এক বন্দুকধারী ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনও পরিস্কার নয়।

গোলাগুলির ঘটনায় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। একই সঙ্গে ক্যামেরার ফুটেজ খুঁজে দেখা হচ্ছে। গোলাগুলিতে আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় হতাহতদের সবাই প্রাপ্তবয়স্ক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে মাত্র দুই মাইল দূরে ওই গোলাগুলির ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হোয়াইট হাউস

২৬ জানুয়ারি, ২০২১
১৫ ফেব্রুয়ারি, ২০২০
৯ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ