প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট : শিশুরা চকোলেট খেতে ভালোবাসে, মিষ্টি জাতীয় সামগ্রীর প্রতি তাদের বাড়তি আগ্রহ থাকে। তবে চিত্রনায়িকা জয়া আহসান যখন ছোট ছিলেন তখন থেকেই ভেষজ ফল খাওয়া ছিল তার নেশা। মজার ব্যাপার হলো, এখনও সে নেশা ত্যাগ করতে পারেননি তিনি। স¤প্রতি মাছরাঙা টেলিভিশনের জন্য ঈদের বিশেষ অনুষ্ঠান ম্যড ক্যফে’র আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন জয়া। পুরো অনুষ্ঠান জুড়েই নিজের পাগলামোর নমুনা তুলে ধরেন তিনি। জয়া বলেন, বনে-জঙ্গলে কত ধরনের ফলই তো থাকে, ছোটবেলা থেকেই এ ধরনের ফলের প্রতি ছিল আমার লোলুপ দৃষ্টি। যে ফল সবাই খায়না, সে ফল আমাকে খেতেই হবে। এই উদ্ভট নেশার মাশুলও অবশ্য আমাকে গুণতে হয়েছে। বিষযুক্ত ফল খেয়ে হাসপাতালেও যেতে হয়েছে। যদিও মাথা থেকে ভেষজ ফল খাওয়ার নেশা এখনও যায়নি। ম্যড ক্যফে অনুষ্ঠানেই তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া জানান,আবেগী দৃশ্যে কান্নার অভিনয় করবার জন্য তিনি কখনো গ্লিসারিন ব্যবহার করেননি। কারণ গ্লিসারিনে তার অ্যলার্জি। অভিনীত চরিত্রের কাছে আত্মসমর্পণ করে প্রাকৃতিকগতভাবেই সব নাটকে এবং চলচ্চিত্রে কেঁদেছেন জয়া। সামুরাই মারুফের আজকের দিনটা ভালো কাটলে সারা জীবন ভালো কাটবে চলচ্চিত্রের শুটিং সেট থেকে বিএফডিসিতে এসে ম্যড ক্যফে অনুষ্ঠানের ধারণকাজে অংশ নেন জয়া। এরপর আবারো ছুটে যান গাজীপুরে, চলচ্চিত্রের এ লটের বাকি অংশের কাজ শেষ করতে। তানভীর হোসেন প্রবালের উপস্থাপনা ও মনিরুজ্জামান খানের প্রযোজনায় ম্যড ক্যফে প্রচার হবে ঈদের ৩য় দিন, রাত ১০টা ৩০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।