Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেলিভিশনের পাঁচ সংগঠনের প্রতিবাদ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ মে, ২০২১, ১২:০১ এএম

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারে টেলিভিশনের পাঁচ সংগঠন একযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা রোজিনার মুক্তি দাবি করেছেন। গত মঙ্গলবার রাতে টেলিভিশনের পাঁচটি সংগঠন এফটিপিও, টেলিপ্যাব, ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে এ দাবি জানানো হয়েছে। চিঠিতে তারা বলেন, গত সোমবার বাংলাদেশের সচিবালয়ে সর্বোচ্চ সর্তকতার মধ্যে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একান্ত সচিবের কক্ষে যেভাবে নিপীড়ন করা হয়েছে তাতে অতীতে এই ধরণের ঘটনা কখনো প্রত্যক্ষ করা যায়নি। সৎ সাংবাদিকতার প্রতীক এই নারী সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জনৈক অতিরিক্ত সচিবের কোপানলে পড়ে যায়। এরপর তার বর্বরতা সমস্ত ভব্যতার সীমা অতিক্রম করে। শুধু তাই নয় পাঁচ ঘণ্টা আটকে রাখার পর প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে তাকে থানায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে অসুস্থ এই নারী সাংবাদিককে সারারাত আটকে রেখে আদালতে হাজির করা হয়। সেখান থেকে আদালত তাকে জেলে পাঠিয়ে দেয়। পুরো বিষয়টি আমাদের বিবেককে ভীষণভাবে নাড়া দিয়েছে। এই কর্মকান্ডের সঙ্গে জড়িত সকল কর্মকর্তার শাস্তি কামনা করছি এবং রোজিনা ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেলিভিশন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ