Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২১ ফেব্রুয়ারীতে বৈশাখী টেলিভিশনের আয়োজন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে নাটক, সিনেমা, গানসহ নানা আয়োজন। লিটু সোলায়মানের প্রযোজনায় রাত ৮টায় ‘বৈশাখীর গোল্ডেন সং’ অনুষ্ঠানে অংশ নিবেন কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। মামুন আব্দুল্লাহর প্রযোজনায় সকাল ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে দেশের গান নিয়ে অনুষ্ঠান ‘জন্মভূমি’। সকাল ৮.২০ মিনিটে লিটু সোলায়মানের প্রযোজনায় প্রচার হবে বৈশাখী সকালের গান। গান গাইবেন শবনম প্রিয়াংকা। সকাল ৯.১০ মিনিটে থাকবে সাদাকালো যুগের চলচ্চিত্রের গান নিয়ে ২১ ফেব্রুয়ারি স্পেশাল ‘মিউজিক অ্যালবাম। দুপুর ১ টায় চলচ্চিত্রের গানের অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। সন্ধ্যা ৬টায় প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘রক্ত পলাশ তপ্ত শিমুল’। রবিউল হাসান সুজনের প্রযোজনায় অংশ নেবেন শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা ও একদল নৃত্যশিল্পী। প্রচার হবে তিনটি সিনেমা। সকাল ১০.০৫ মিনিটে প্রচার হবে ‘জীবন সীমান্তে’। অভিনয়ে- শাবনূর, ফেরদৌস, বাপ্পারাজ, সুমী, সাদেক বাচ্চু, ডন প্রমুখ। দুপুর ২টা ৪৫ মিনিটে রয়েছে ‘আলোর মিছিল’। অভিনয়ে রাজ্জাক, সুজাতা, ববিতা, রোজী সামাদ প্রমুখ। রাত ১২টায় দেখানো হবে ‘সিপাহী’। অভিনয়ে মান্না, চম্পা, ইলিয়াস কাঞ্চন, আনোয়ার হোসেন প্রমুখ। বিশেষ ‘ভাষা ও ভালোবাসা’ প্রচার হবে রাত ১০টায়। অভিনয় করেছেন জার্মানী অভিনেত্রী ইভা মজিউল, আরিফিন শুভ, বড়দা মিঠু, অয়ন চৌধুরী, পৃথু প্রমুখ। রফিকুল ইসলাম পল্টুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন লুৎফুন নাহার মৌসুমী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২১ ফেব্রুয়ারীতে বৈশাখী টেলিভিশনের আয়োজন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ