Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে ২৭ নাটক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ১২:০৩ এএম

বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে থাকছে ২৭টি নাটক। রয়েছে ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ফানি মোমেন্টসহ নানা আয়োজন। প্রতিদিন রাত ৮.১০ মিনিট ও রাত ৯.৫০ মিনিটে প্রচার হবে দুটি করে একক নাটক। এবার ঈদে ১২টি নাটকের গল্প লিখেছেন পুরস্কারপ্রাপ্ত গল্পকার বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এর মধ্যে ৫টি একক ও ২টি ৭ পর্বের ধারাবাহিক এবং ৫টি মেগা নাটক। ৫টি একক নাটক হচ্ছে, গোলাম সারোয়ার অনিকের চিত্রনাট্যে নাসিরুদ্দীন মাসুদের পরিচালনায় ‘বিসর্জন’। সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে, জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় ‘বরিশাল টু ঢাকা’, ইউসুফ আলী খোকনের চিত্রনাট্য জামাল মল্লিকের পরিচালনায় ‘কোর্ট ম্যারেজ’। আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় ‘পরিণতি’। আরফান আহমেদের পরিচালনায় ‘বাকর খানি’। টিপু আলম মিলনের লেখা ২টি ৭ পর্বের ধারাবাহিক হলো ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে, মজিবুল হক খোকনের পরিচালনায় ‘পরিপূর্ণ ভালোবাসা’। আহসান আলমগীরের চিত্রনাট্যে, আল হাজেনের পরিচালনায় ‘শিয়াল বাড়ি-৩’। ৫টি মেগা নাটকের মধ্যে আকাশ রঞ্জনের পরিচালনায় ‘ভাইরাল ভিডিও’, আল হাজেনের পরিচালনায় ‘শিয়াল বাড়ি-২’, আহমেদ রোহান রুবেল ও হানিফ খানের পরিচালনায় ‘বাগান বাড়ি’, এস এ হক অলিকের পরিচালনায় ‘কোরবানীর বিরাট হাট’, আকাশ রঞ্জনের পরিচালনায় ‘বার্থ ডে পুশিং’। অন্যান্য একক নাটকের মধ্যে বিইউ শুভর পরিচালনায় ‘বিপদ সংকেত’, মুহাম্মদ মিফতাহ্ আনানের পরিচালনায় ‘কোথাও কেউ ভালো নেই’, মহিদুল মহিনের পরিচালনায় ‘বেলা শেষে’, ওসমান মির্জার পরিচালনায় ‘বস যখন গার্ল ফ্রেন্ড’, মুহাম্মদ মিফতাহ্ আনান পরিচালিত অভিনীত ‘পিরিতের ছেড়া খ্যাতা’, ইমরুল রাফাতের পরিচালনায় টুইন ট্রাবল, সবুজ খানের পরিচালনায় ‘কান্না ঘর’, মৃত্যুঞ্জয় সরদারের পরিচালনায় ‘বাবার পুরস্কার’, সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘ভালোবাসার রং তামাশা’। বৈশাখী টেলিভিশনের নতুন কনসেপ্ট মেগা নাটক, যা বিগত দুই বছর যাবত প্রচার করে আসছে। এবারও ঈদের ৭দিন রাত ১১.৩৫মিনিটে প্রচার হবে ৭টি মেগা নাটক। এ নাটকগুলো হলো, কোরবানীর বিরাট হাট, শিয়াল বাড়ি-২, আমার বউ সেলিব্রিটি, পার্শ¦চরিত্র, বার্থডে পুশিং, ভাইরাল ভিডিও। বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে, দর্শকদের বিনোদন দেওয়া। বিনোদনপ্রিয় মানুষদের কিছুটা বিনোদন দেয়ার জন্যই আমাদের এ আয়োজন, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমরা এতটা পথ পেরিয়ে এসেছি। তবে এবারের ব্যতিক্রমী আয়োজনে সবশ্রেণীর দর্শক যে বিনোদিত হবে এতে কোনো সন্দেহ নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে ২৭ নাটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ