প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) এর দ্বিবার্ষিক সম্মেলন ২০২২-২০২৪ এবং সাধারণ সভা। এফটিপিও-এর চেয়ারম্যান মামুনুর রশীদ এর সভাপতিত্বে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আনজাম মাসুদের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক টেলিপ্যাব সভাপতি মনোয়ার হোসেন পাঠান। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এফটিপিও এর মহাসচিব সালাহউদ্দিন লাভলু এবং অর্থ রিপোর্ট পেশ করেন সচিব (অর্থ) এজাজ মুনড়বা। সভায় বার্ষিক প্রতিবেদন এবং অর্থ রিপোর্ট পাশ করেন উপস্থিত সদস্যবৃন্দ। আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে আগামী ২ বছর এর জন্য এফটিপিও এর নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির চেয়ারম্যান হয়েছেন মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন পাঠান ও ইরেশ যাকের। মহাসচিব সালাহউদ্দিন লাভলু। যুগ্ম মহাসচিব আহসান হাবীব নাসিম ওসাজু মুনতাসির। সাংগঠনিক সচিব এজজা মুনড়বা, অর্থ সচিব হাফিজুর রহমান সুরুজ। প্রচার ও প্রকাশনা সচিব আনজাম মাসুদ। আইন ও কল্যাণ সচিব ফরিদুল হাসান। অনুষ্ঠান ও আন্তর্জাতি সচিব নেয়াজ মাহমুদ। দপ্তর সচিব আলী হাছান রুপন। কার্যনির্বাহী সদস্য গাজী রাকায়েত, এস এম কামরুজ্জামান সাগর, রওনক হাসান, আহসান আলমগীর, শহীদুল্লাহ সোভন, মোহাম্মদ আলী বাবুল ও রাজ্জাক রাজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।