Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক যুগে মাছরাঙা টেলিভিশন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২২, ১২:০৪ এএম

আজ এক যুগে পদার্পণ করছে মাছরাঙা টেলিভিশন। ‘রাঙাতে এলো মাছরাঙা’- শ্লোগান নিয়ে ২০১১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের এই টিভি চ্যানেল। যাত্রালগ্ন থেকে চ্যানেলটি অনুষ্ঠান ও সংবাদ প্রচারের ক্ষেত্রে বাংলাদেশকে ধারণ করে এগিয়ে চলেছে। আবহমান বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং অসাম্প্রদায়িক মূল্যবোধকে ছড়িয়ে দিতে মাছরাঙা›র নানামাত্রিক আয়োজন দর্শকদের মন জয় করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ এবং রুচিশীল অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে আলাদা দর্শকশ্রেণী তৈরি করতে সক্ষম হয়েছে চ্যানেলটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেলটিতে থাকছে বিশেষ আয়োজন। সকাল ৭ টায় ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সন্ধ্যা ৭.৩০ মিনিটে থাকছে ‘হাওয়া’ চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘হাওয়া কনসার্ট’। রাত ৮.৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘আপন ঘরের তালা’। শৌর্যদীপ্ত সূর্যের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, মিলন ভট্ট, আব্দুল্লাহ রানাসহ আরও অনেকে। রাত ১০.৩০ মিনিটে রয়েছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘রাঙা রাত’। এতে গান পরিবেশন করবেন রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’র শিল্পী জয়প্রকাশ রায়, মৌমিতা মুমু, আরিফুল ইসলাম, আনোয়ার ও হৃদয়। রাত ১২ টায় প্রচার হবে রণি ভৌমিক পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘মৃধা বনাম মৃধা’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক যুগে মাছরাঙা টেলিভিশন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ