Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌসুমী ওমর সানি দম্পতির অজানা অনেক কথা

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট : স্ত্রী মৌসুমীর সাড়া জাগানো প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত এখনো দেখেননি তার স্বামী চিত্রনায়ক ওমর সানি। মুক্তির পর ২৪ বছর পেরিয়ে গেছে। অথচ এই জনপ্রিয় সিনেমাটি এখনো দেখবার সুযোগ করে উঠতে পারেননি সানি। স¤প্রতি মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন কেমিস্ট্রি-তে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন মৌসুমী-ওমরসানি। এ অনুষ্ঠানে অকপটে নিজেদের সম্পর্কের কথা বলেছেন তারা। ওমরসানি বলেন, বলিউডের হিন্দি সিনেমাটি দেখেছিলাম। তাই কেন জানি বাংলাদেশের রিমেক সিনেমাটি দেখার আগ্রহ হয়নি। মৌসুমী-ওমরসানি জুটির বয়স ২৪ পেরিয়ে রজত জয়ন্তীতে পা রেখেছে। আর তাদের সংসার ২১ বছর পূর্ণ হয়েছে। এ দীর্ঘ যাত্রায় টক-ঝাল-মিষ্টি নানা ধরনের অভিজ্ঞতা রয়েছে তাদের। তবে মজার বিষয় হলো, প্রথম দেখাতেই ওমর সানিকে ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমী। ওমর সানি ও চাঁদের হাসি সিনেমার নির্মাতারা মৌসুমীর কাছে গিয়েছিলেন সিনেমার প্রস্তাব নিয়ে। তবে মৌসুমী সে সময় সিনেমাটি করতে অস্বীকৃতি জানান। মাঝে একবার মৌসুমী ঘোষনা দিয়ে চলচ্চিত্র ছেড়ে দিয়েছিলেন। সে প্রসঙ্গেও প্রকৃত তথ্য জানিয়েছেন তিনি। জানিয়েছেন, সালমান শাহর সঙ্গে জুটি ভাঙন, মান্নার সঙ্গে প্রেমের গুঞ্জণ নিয়ে নানা কথা। মৌসুমী জানান, তাদের সংসারের এই দীর্ঘ যাত্রা পথে ওমর সানির সঙ্গে বোঝাপড়া মজবুত হয়েছে কারণ ওমর সানি বন্ধুর মত একজন স্বামী। রুমানা মালিক মুনমুনের সঙ্গে দীর্ঘ আড্ডায় এখন পর্যন্ত তাদের সম্পর্কের সব অজানা গল্প জানিয়েছেন জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমরসানি। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও এসএম হুমায়ূন কবীরের প্রযোজনায় কেমিস্ট্রি প্রচার হবে ঈদের ৪র্থ দিন, রাত ১০টা ৩০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।   



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৌসুমী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ