Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুজন একসঙ্গে অভিনয় করতে চান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

চিত্রনায়িকা মৌসুমী ও পূর্ণিমা একসঙ্গে বেশিকিছু সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য, ‘মেঘলা আকাশ’, ‘বিপদজনক’, ‘লাল দরিয়া’, ‘মুখোমুখি’। এরপর তাদের আর একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। তবে এ দু’জন জানিয়েছেন, তাদের উপযোগী গল্প ও চরিত্র পেলে একসঙ্গে কাজ করবেন। এ ধরনের উদ্যোগ নিলে তারা কাজ করতে আগ্রহী। মৌসুমী এখন আমেরিকাতে আছেন। আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন। দেশে ফিরে তিনি আবারো অভিনয় শুরু করবেন। এদিকে পূর্ণিমার অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমা দুটি হচ্ছে, নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’। একটিতে পূর্ণিমার বিপরীতে রয়েছেন ফেরদৌস এবং অন্যটিতে আছেন আরিফিন শুভ। এদিকে মৌসুমী তিনটি সিনেমার কাজ শেষ করেছেন। এগুলো হচ্ছে জাহিদ হোসেনের ‘সোনার চর’, মির্জা সাখাওয়াত হোসেনের ‘ভাঙ্গন’ ও আশুতোষ সুজনের ‘দেশান্তর’। এই দুই দর্শকপ্রিয় অভিনেত্রীকে যদি এক করে সিনেমা নির্মাণ করা হয়, তবে সিনেমার জন্য ভালো হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তারা মনে করছেন, সিনিয়র অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ভালো গল্পের সিনেমা নির্মাণ করলে দর্শক গ্রহণ করবে। নির্মাতাদের এ ধরনের উদ্যোগ নেয়া উচিৎ।



 

Show all comments
  • মিনহাজ ২৩ নভেম্বর, ২০২১, ৫:৩৯ এএম says : 0
    আমরাও দেখতে চাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৌসুমী ও পূর্ণিমা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ