Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়ের নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্র গেলেন মৌসুমী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

চিত্রনায়িকা মৌসুমী তার মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন। তার মেয়ের জন্ম হয় যুক্তরাষ্ট্রে। জন্মসূত্রে সে যুক্তরাষ্ট্রের নাগরিক। আগামী ২৯ অক্টোবর ফাইজার ১৮ বছর পূর্ণ হবে। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, ১৮ বছর পূর্ণ হলে নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রের আইডি কার্ড এবং অন্য কাগজপত্রের জন্য আবেদন করতে পারবে। মেয়ের নাগরিকত্বের কার্ড ও কাগজপত্র পাওয়ার জন্যই মৌসুমী মেয়েকে নিয়ে গত বৃহস্পাতিবার যুক্তরাষ্ট্র গিয়েছেন। তবে তার স্বামী ওমর সানী ভিসা পাননি বলে সঙ্গে যেতে পারেননি। ওমর সানী জানান, যুক্তরাষ্ট্রে ২০ দিন থাকবেন মৌসুমী। এই সময়ের মধ্যে মেয়ের আইডি কার্ডসহ কাগজপত্রের জন্য আবেদনের পাশাপাশি তাকে সেখানকার বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে খোঁজ-খবর নেবেন। এছাড়া সেখানে বসবাস করা মা-বোনসহ অন্য আত্মীয়দের সঙ্গে সময় কাটাবেন। ওমর সানী জানান, স্ত্রী-কন্যার সঙ্গে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ভিসা জটিলতায় যেতে পারেননি। ফলে আগামী ৩ নভেম্বর মৌসুমীর জন্মদিনেও পাশে থাকা হবে না তার। যুক্তরাষ্ট্রে মেয়ে এবং অন্য আত্মীয়দের সঙ্গে এবারের জন্মদিন পালন করবেন মৌসুমী। উল্লেখ্য, সানী-মৌসুমীর সংসারে রয়েছে দুই সন্তান ফারদিন এহসান স্বাধীন ও ফাইজা। তারা ইতোমধ্যে দাদা-দাদী হয়েছেন।

 



 

Show all comments
  • Reahman Sajid ১৭ অক্টোবর, ২০২১, ৬:১৯ পিএম says : 0
    দিনশেষে এরাই দেশপ্রেমিক |
    Total Reply(0) Reply
  • Arman Hossain ১৭ অক্টোবর, ২০২১, ৬:১৯ পিএম says : 0
    আহাদেশপ্রেম। আহা চেতানা।।
    Total Reply(0) Reply
  • Faruk AL Tamim ১৭ অক্টোবর, ২০২১, ৬:১৯ পিএম says : 0
    এরা দেশেরটা খেয়ে দেশের টাকা দিয়ে বিদেশ বাড়ী গাড়ী করবে।
    Total Reply(0) Reply
  • Muhammad Mahedee Hasan ১৭ অক্টোবর, ২০২১, ৬:২০ পিএম says : 0
    তো এই নিউজ দিয়ে আমি কি করব ভাই?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৌসুমী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ