বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গৌরীপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং ইউনিয়নের ইছুলিয়া গ্রামে ধর্ষণ মামলা আপোষ না করায় এক প্রতিবন্ধীর ধর্ষিতা কন্যাকে পরিকল্পিতভাবে অপহরণ করার অভিযোগ ওঠেছে ধর্ষক পরিবারের লোকজনের বিরুদ্ধে। গত বুধবার (৭ জুন) দিবাগত রাতে ওই ধর্ষিতার নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে তাকে অপহরণ করা হয়। উল্লেখ্য ২৬ মে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে মুখ চেপে জোরপূর্বক ধরে নিয়ে কচু ক্ষেতে ধর্ষণ করা হয় ওই প্রতিবন্ধীর ষোড়শী কন্যাকে। ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পার্শ্ববর্তী অচিন্তপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কালাচাঁন (১৯) সহ অজ্ঞাতনামা এক যুবকের বিরুদ্ধে ময়মনসিংহের গৌরীপুর থানায় গত ২৭ মে শনিবার ধর্ষিতা নিজেই বাদী হয়ে মামলা করেছে। ধর্ষিতার পিতা-মাতা বলেন, মামলা আপোষ মীমাংসা করার জন্য ধর্ষক কালাচাঁনের পরিবারের সদস্যরা তাদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা সত্বেও এতে রাজি হয়নি। এদিকে বুধবার রাতে মামলার আসামি ধরতে আসা গৌরীপুর থানার পুলিশের সাথে ধর্ষিতার পিতা বের হয়েছিল। এ সুয়োগে ৭/৮ জন মুখোশধারী লোক ঘরের ভিতর ডুকে ধর্ষিতার মা ও ভাবীকে অস্ত্রের মুখে বেঁধে রেখে ধর্ষিতাকে অপহরণ করে নিয়ে যায়। ওই ধর্ষিতার পিতা বলেন বৃহস্পতিবার সকালে এসপি সাহেবের নিকট তার মেয়েকে নিয়ে যাওয়ার কথা ছিল। ধর্ষিতার পিতা-মাতার অভিযোগ অপহরণের ঘটনাটি গৌরীপুর থানার অফিসার ইনচার্জকে জানানোর পরও পুলিশ তার মেয়েকে উদ্ধারে কোন ব্যবস্থা গ্রহন করেননি। গৌরীপুর থানার এস আই আব্দুর রাজ্জাক বলেন ধর্ষিতা মেয়েটিকে অপহরণের বিষয়ে তাকে জানানো হয়নি। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মেদ বলেন উক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।