Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাছধরা ট্রলারসহ ২৩ জেলেকে অপহরণ

পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে গতকাল শনিবার সাইফুল ইসলাম ৩ নামে একটি মাছ ধরা ট্রলার ও ২৩ জেলেকে অপহরণ করেছে সশস্ত্র নৌদস্যু বাহিনীর সদস্যরা। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গতকাল বিকেল ৫টায় এ খবরটি জানান। তিনি বলেন, লক্ষ্মীপুর জেলার মাহফুজ মিয়ার মালিকানাধীন এফ.বি. সাইফুল ইসলাম-৩ নামক ওই মাছধরা ট্রলারটি সপ্তাহখানেক আগে মাছধরার যাবতীয় রসদ নিয়ে সমুদ্র যাত্রা করে। এরপরে গতকাল শনিবার ভোররাতে গভীর বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে তাদেরকে সশস্ত্র একটি নৌদস্যু বাহিনী অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত জেলেদের মধ্যে রয়েছে ওই ট্রলারের মাঝি আনোয়ার হোসেন, আবুল কালাম, সবুজ, জাকির, জাহের, বশিরসহ মোট ২৩ জন জেলে। কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. হারুন অর রশিদ জানিয়েছেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। র‌্যাব-৮ এর পটুয়াখালী কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, অপহৃত জেলেদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাছধরা ট্রলারসহ ২৩ জেলেকে অপহরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ