Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দনঞা বার্বারা : লাতিন সাহিত্যের অমর সৃষ্টি

বি দে শী ব ই

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

রোমুলো গাইয়েগোস-এর উপন্যাস ‘দনঞা বার্বারা (উড়ñধ ইধৎনধৎধ) প্রকাশিত হয় ১৯২৯ সালে। দনঞা বার্বারা লাতিন সাহিত্যের এক অমর সৃষ্টি। ইতিহাসে তার ছায়া যেন গুইরাল্দেসের দন সেগুন্দোর চেয়েও দীর্ঘ। গাইয়েগোসের আগে মহাদেশের অন্য কোন ঔপন্যাসিকের ভাগ্যে আন্তর্জাতিক খ্যাতি জোটেনি। এই উপন্যাসের কারণে লেখক সেই সম্মানও অর্জন করেন। ‘দনঞা বার্বারা’ একটি দীর্ঘ উপন্যাস। লাতিন আমেরিকান সংস্কৃতির মর্মমূলে সভ্যতা ও বর্বরতার যে সংঘাতের প্রস্তাবনা করেছিলেন সার্মিয়েন্তো তার ফাকুন্দো গ্রন্থে, সেই সংঘাতই নাটকীয়ভাবে উপস্থাপন করেছেন গাইয়েগোস এই উপন্যাসে। দনিয়া বার্বারার নামের মধ্যেই ইঙ্গিত রয়েছে যে গল্পটি প্রতীকী - বার্বারা, বা বার্বারিজ্ম, বা বর্বরতা। বেনেসুয়েলার বিস্তীর্ণ ইয়ানো (ষষধহড়) প্রান্তরে দনঞা বার্বারার বিশাল খামার। ছলে-বলে নানা অবৈধ উপায়ে তিনি বছরের পর বছর এই খামারের আয়তন বৃদ্ধি করে চলেছেন। প্রয়োজনে তার আগ্রাসী যৌন আবেদনকেও কাজে লাগিয়েছেন - তার প্রচলিত ডাকনাম পুরুষখেকো রমণী (‘লা দেবোরাদোরা দে অম্ব্রেস’)। কিন্তু সান্তোস এই জমির আইনি স্বত্বাধিকারী। এতদিন রাজধানী কারাকাসে আইনজ্ঞ হিসেবে কাজ করছিলো, এখন ফিরে এসেছে স্বীয় সম্পত্তির মালিকানা বুঝে নিতে। উপন্যাস আবর্তিত হয়েছে বার্বারা আর লুজার্দোর পারস্পরিক দ্ব›দ্বকে ঘিরে, যা পরবর্তীতে ভালোবাসায় রূপ নেয়। সান্তোসের ইচ্ছা ইয়ানো প্রান্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। কাঁটাতারের বেড়া তুলে জমির সীমারেখা সুস্পষ্টভাবে নির্ধারণ করতে চায় সে। অবৈধভাবে পরের গরুর গায়ে নিজের ব্র্যান্ড পুড়িয়ে নিজের গরু বলে দাবী করার যে দুরাচার চলে আসছে যুগ যুগ ধরে, সেটা বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়। সর্বোপরি বার্বারার জবরদখল করা জমির ন্যায্য হিস্যা সে ফেরত চায়। বার্বারার গুÐারা তাকে বিশেষ আমল দেয় না প্রথমে, ভাবে শহরের চুকচুকে বাবু এসেছে বোকার মত ঝামেলা পাকাতে। কিন্তু সান্তোস তাদের ভুল প্রমাণ করে - ঘোড়সওয়ার হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দেখিয়ে প্রাপ্য সম্মান আদায় করে নেয়। অবশেষে জয় হয় সান্তোসেরই। কিন্তু দনঞা বার্বারার চরিত্রে মূর্ত ‘বর্বরতার’ আবেদন এত প্রবল যে সান্তোসের আলোকিত সব ধ্যান-ধারণাও তার কাছে ¤øান হয়ে যায়। (সান্তোস চরিত্রের মাধ্যমে লেখকের নিজের ধ্যান-ধারনাও বটে!) উপন্যাসের কাহিনী কিছুটা গতানুগতিক সন্দেহ নেই - তারপরেও প্রধান দুই চরিত্রের দ্ব›দ্ব প্রায় একটি মিথের রূপ নেয়। বোবা পশুর গায়ে দগদগে লোহা দিয়ে ব্র্যান্ডিং করাই কি আইনের শাসন? খোলা জমিনের বুকে কাঁটাতার পেতে খÐ-বিখÐ করাই কি ন্যায়বিচার? আইনি শক্তির অন্তর্নিহিত জুলুমই কি সেই আইনের ভিতকে নড়িয়ে দেয় না? এইসব জটিল প্রশ্নের কারণে ‘দনঞা বার্বারা’ পাঠকদের কাছে অত্যন্ত মূল্যবান এবং হৃদয়গ্রাহী একটি উপন্যাস।
রিাজিব খান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন