Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মীক অসুখ ও ভাইরাস নির্মূলে প্রয়োজন আওলিয়ায়ে কেরামের ছোহবত- সমাপনী ভাষণে হযরত নেছারাবাদী হুজুর

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ঝালকাঠি জেলা সংবাদদাতা : ‘মানবজীবন ও মানবসমাজে কেবলমাত্র তারাই কল্যাণ বয়ে আনতে পারেনÑ যারা সর্বপ্রকার আত্মীক ও মানসিক রোগ থেকে মুক্ত। মানুষ মাত্রই আখলাকে রযীলা নামের ১০টি মারাত্মক আত্মীক ভাইরাসে আক্রান্ত। শারীরিক অসুখ ও ভাইরাস নির্মূলে যেমন ডাক্তারী ওষুধ ও টিকার প্রয়োজন, তেমন ঐ আত্মীক অসুখ ও ভাইরাস নির্মূলেও প্রয়োজন আওলিয়ায়ে কেরামের ছোহবত ও ছবক।
গতকাল রোববার বাদ ফজর ঝালকাঠির ঐতিহ্যবাহী নেছারাবাদ দরবার শরীফে ২পর্বে অনুষ্ঠিত বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ-মাহফিলের ২য় পর্বের  আখেরী মুনাজাত-পূর্ব সমাপণী ভাষণে হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. এর একমাত্র ছাহেবজাদা, গদ্দিনশীন পীর, আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহাম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুর উপরোক্ত কথা বলেন। এ ছাড়াও বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও মাশায়েখে এযাম।  
নেছারাবাদী হুজুর বলেনÑ‘কেবলমাত্র জ্ঞানের অধিকারী হলেই চলবে না, জ্ঞান অনুশীলনে থাকতে হবে ধারাবাহিক পরম্পরা। অন্যথায় যেই কুরআন আলো দেয়, হেদায়েত নসীব করে; সেই কুরআনই পূর্ব যমানার ধর্মবেত্তা পন্ডিতদের মতো, মোতাযেলা-খারেজী-তাইমিয়া-ওহাবীদের মতো অন্ধকার বা গোমরাহীর মধ্যে নিমজ্জিত করে দেবে। সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, তাবে-তাবেয়ীন, সলফে  সালেহীন থেকে আওলিয়ায়ে কেরামÑ এই ধারাবাহিক পরম্পরা রক্ষিত না হলে সিরাতুল মুস্তাকীম বিপন্ন হয়ে ইফরাত ও তাফরীতের সয়লাবে মানবসমাজে বিপর্যয় সৃষ্টি হবেÑ যেমন হচ্ছে এই বর্তমান সময়ে। সুতরাং নেয়ামত প্রাপ্তদের পথ তথা সিরাতুল মুস্তাকীমের অনুসারী হতে হলে আওলিয়ায়ে কেরাম কর্তৃক নির্ধারণকৃত টিকাসমূহ গ্রহণ করে সকল প্রকার আত্মীক-মনসিক রোগ থেকে মুক্ত হতে হবে এবং  রোগমুক্তির জন্য যেমন ওষুধ পরিবর্তন করতে হয়, তেমনি ‘নফসে মুতমাইন্না’ হাসিলের জন্যও ছবক পরিবর্তন করতে হবে।’
উল্লেখ্য, গতকাল (রোববার) বাদ-ফজর আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ২পর্বে অনুষ্ঠিত নেছারাবাদের ঐতিহ্যবাহী এ ঈছালে ছওয়াব ওয়াজ- মাহফিলের বার্ষিক কার্যক্রম। এ পর্বে স্বাগতিক জেলা ঝালকাঠিসহ চট্টগ্রাম-সিলেট-রংপুর-মোমেনশাহী ও রাজশাহী বিভাগ এবং বৃহত্তর ফরিদপুরসহ ৩৪ জেলার প্রায় ২ লক্ষ মেহমান অংশগ্রহণ করেন বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ

৭ মার্চ, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ