Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেনেজুয়েলায় নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভেনেজুয়েলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে আবারও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। গত বুধবার প্রায় এক লাখ বিক্ষোভকারী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষ বেধে যায়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ, কারাবন্দী রাজনীতিবিদদের মুক্তি ও জাতীয় নির্বাচনের দাবিতে গত দুই মাস ধরে বিক্ষোভ করে যাচ্ছে বিরোধীরা। বিক্ষোভে এ পর্যন্ত ৬০ জন নিহত হয়েছে। গত বুধবার বিক্ষোভকারীরা রাজধানী কারাকাসের প্রধান সড়ক ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আটকে দেয়। তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। জবাবে মুখোশপরা যুবকরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ও ককটেল ছুড়ে মারে। ব্রিয়ান সুয়ারেজ নামে আইনের এক ছাত্র বলেন, এটা সবসময় একই রকম। আমরা শান্তিপূর্ণভাবে শুরু করি আর ওরা হামলা চালায়। আমাদেরকে এর জবাব দিতে হবে; আমরাওতো মানুষ। এদিকে রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে ও বিরোধীদের দমন বন্ধে মাদুরো সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। ৩৪টি দেশের সংগঠন অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস বুধবার ওয়াশিংটনে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে বেঠকে বসেছে। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেনেজুয়েলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ