মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভেনেজুয়েলার ক্ষমতাসীন নিকোলাস মাদুরোর বামপন্থি সরকার এবার স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনেও বড় ধরনের সফলতা পেয়েছে। মাদুরোর সমাজতান্ত্রিক দল ২০টি গর্ভনর পদে জয়লাভ করেছে, বিপরীতে মাত্র তিনটিতে জয় পেয়েছেন বিরোধীরা। -রয়টার্স
আজ সোমবার ভেনেজুয়েলার ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল (সিএনই)-র ঘোষিত প্রাথমিক ফলাফলে মাদুরোর দলের বাজিমাতের এই খবর জানানো হয়। এরই মধ্যে বিজয় উদযাপনে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, এই বিজয় আনন্দের। এটা অবশ্যই উদযাপন করা হবে।
উল্লেখ্য, স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে ভরাডুবির ফলাফলের পর কার্যত আরও পেছনের দিকে চলে গেছে বিরোধী দলগুলো। একইসঙ্গে বিপর্যয়কর এই ফলাফল দেশটির বিরোধী নেতাদের জন্য বেশ বড় ধাক্কা হিসেবেও বিবেচনা করা হচ্ছে। যদিও বিরোধীরা ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন এবং ২০২০ সালের কংগ্রেশনাল নির্বাচন বয়কট করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।