Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গিনেসে স্থান পাওয়ার অপেক্ষায় ভেনিজুয়েলার ১২ হাজার সুর-সাধক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১২:৫০ পিএম

সবচেয়ে বড় অর্কেস্ট্রার রেকর্ডটা রাশিয়ার কাছ থেকে ছিনিয়ে নিতে রাশিয়ারই এক সুরস্রষ্টার মাস্টারপিস বাজিয়েছেন ভেনিজুয়েলার ১২ হাজার মিউজিশিয়ান। তাদের স্বপ্ন পূরণ হবে কিনা তা দশ দিনের মধ্যে জানা যাবে।

দু বছর আগে সবচেয়ে বড় অর্কেস্ট্রার স্বীকৃতি রাশিয়ার বাদকদের দিয়েছিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। সেই বাদকদলে ছিলেন মোট আট হাজার ৯৭ জন। সংখ্যার দিক থেকে অবশ্য রুশদের অনেক পিছনে ফেলে দিয়েছেন ভেনিজুয়েলানরা। কোথায় আট হাজার ৯৭ আর কোথায় ১২ হাজার!

কিন্তু শুধু বেশি মিউজিশিয়ান থাকলেই তো হবে না, তারা কতক্ষণ বাজিয়েছেন, কেমন বাজিয়েছেন- সেসবও বিচারকদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এখন সেই খুঁটিনাটি দিকগুলোই বিচার-বিশ্লেষণ করে দেখছেন গিনেসের বিচারকরা।

এমনিতে নিজেদের পারফর্ম্যান্সে ভেনিজুয়েলার মিউজিশিয়ানরা খুব খুশি। সাবেক রুশ কম্পোজার পিওতর ইলিচ চাইকোভস্কির ‘স্লাভোনিচ মার্চ' যতটা সম্ভব নিখুঁতভাবেই বাজিয়েছেন তারা। বাজিয়েছেন টানা ১২ মিনিট। সূত্র: এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভেনেজুয়েলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ