Inqilab Logo

সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

টঙ্গীতে কিশোর কর্মচারী খুন আটক ২

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : টঙ্গীর আউচপাড়া মোল্লা বাড়ি রোডে টাইলসের এক দোকানের কিশোর কর্মচারীকে মাথায় আঘাত করে গত বুধবার গভীর রাতে খুন করা হয়েছে। তার নাম তমাল (১৪)। খুনের অভিযোগে দোকান মালিকসহ ২ জনকে আটক করেছে টঙ্গী থানা পুলিশ। তমাল আউচপাড়া এলাকার আহসান উল্লাহর টাইলসের দোকানে কাজ করত। সে আউচপাড়া এলাকায় বসবাস করতো। তাদের গ্রামের বাড়ী শেরপুর সদর উপজেলার তিরশা গ্রামে। পিতার নাম সোহরাব আলী। খুনের অভিযোগ আটককৃতরা হলো- দোকান মালিক আহসান উল্লাহ ও নিহত তমালের এক বন্ধু নাজমুল (১৪)। নিহত তমালের ভাই জানান, তমাল প্রতিদিন কাজ শেষে দোকান থেকে রাত ১০টার দিকে বাসায় ফিরত। বুধবার রাত ১১টা বাজলেও বাসায় ফিরে না আসায় তার মোবাইলে ফোন দেয়া হয়, কিন্তু সে ফোনটি রিসিভ করছিল না। এর পর রাত সোয়া ১১টার দিকে তমালের এক বন্ধু ও দোকান মালিক আহসান খবর দেন, একটি নির্মাণাধীন ভবনের নিচে অচেতন অবস্থায় তমাল পড়ে আছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তমালের মা হুজুরা বেগম দোকান মালিক আহসানকে প্রধান আসামী করে অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে টঙ্গী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে পুলিশের হাতে আটক দোকান মালিক আহসান উল্লাহ সাংবাদিকদের জানান, রাত ১০টার দিকে দোকান বন্ধ করে দুইজন যার যার মত চলে যান। রাত সোয়া ১১টার দিকে আমার এক বন্ধু ফোনে জানান, দোকান কর্মচারী তমাল একটি নির্মানাধীন ভবনের নিচে পড়ে আছে। খবরটি তার আত্মীয় স্বজনদের জানিয়ে আমি ঘটনাস্থলে যাই। এছাড়া আমি আর বেশী কিছু জানি না। টঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ তালুকদার জানান, নিহত তমালের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টঙ্গীতে

১ ফেব্রুয়ারি, ২০২২
৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ