গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে টঙ্গী থানা পুলিশ। গত শুক্রবার রাত ১২টার দিকে উত্তর আরিচপুর নুরু মহাজনের রিকশা গ্যারেজ থেকে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ৫টি ছোরা, ১টি বড় রামদা, ৪টি হাসুয়া ও ২টি ছোট দাসহ মোট ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হলো-মনিরুজ্জামান বাবু (২৫), আনোয়ার হোসেন (২২) ও পিয়াস (২২)।
টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক হামিদ ফরিদ জানান, ছিনতাই চক্রের কয়েকজন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাই করতে গাজীবাড়ি এলাকার নুরু মহাজনের রিকশা গ্যারেজে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে টঙ্গী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় দেশীয় অস্ত্রসহ হাতেনাতে ছিনতাই চক্রের সক্রিয় ৩ সদস্যকে আটক করা হয়। আটককৃতরা এলাকায় বিভিন্ন সময় অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিল বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।