গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে টঙ্গীতে কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাÐ ও ভবন ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, যে কারখানায় বিস্ফোরণ ঘটেছে, সেই কারখানায় দীর্ঘদিন ধরে আইন মানা হয়নি। প্রাণহানির জন্য মূলত সরকার ও মালিকপক্ষের অবহেলাই দায়ী। এটা নিছক দুর্ঘটনা নয়, এটা সরকার ও মালিকপক্ষের অবহেলাজনিত হত্যাকাÐ। তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত কারখানায় এখনো অনেকে আটকা পড়ে আছে, অনেকের লাশ চাপা পড়ে আছে। উদ্ধারকাজ চলছে ধীরগতিতে। উদ্ধারকাজের গতি বাড়াতে হবে। হত্যাকাÐের জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে আহতদের চিকিৎসা এবং আহত-নিহতদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানান।
শ্রমিকদের লাশের মিছিল থামবে কবে?
এদিকে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এক বিবৃতিতে টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় বয়লার বিস্ফোরণ, অগ্নিকাÐ ও ভবন ধসে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে বলা হয়, স্পেকট্রাম, তাজরিন, রানা প্লাজার ধারাবাহিকতায় আবারো শ্রমিকরা হত্যাকাÐের শিকার হয়েছে। বিবৃতিতে এ ঘটনাকে একটি নৃশংস হত্যাকাÐ উল্লেখ করে অবিলম্বে কারখানার মালিকসহ দায়িত্বশীল সরকারি কর্মকর্তাদের গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসা, পুনর্বাসন, নিহতের স্বজন ও ক্ষতিগস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিক নেতা অ্যাডভোকেট মণ্টু ঘোষ, কার্যকরী সভাপতি শ্রমিক নেতা সাদেকুর রহমান শামীম, সাধারণ সম্পাদক শ্রমিকনেতা কাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জলি তালুকদারসহ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন ও উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।