Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐক্যপরিষদ ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার

ব্যুরো ও আঞ্চলিক প্রধান এবং জেলা সংবাদদাতাদের বিবৃতি

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব রিপোর্ট : দেশের জনপ্রিয় দৈনিক ইনকিলাব পত্রিকার সকল ব্যুরো, আঞ্চলিক প্রধান, স্টাফ রিপোর্টার, জেলা ও উপজেলা সংবাদদাতারা একযুক্ত বিবৃতিতে বলেছেন, একটি কুচক্রি মহল কিছু সংখ্যক সদ্য অব্যাহতিপ্রাপ্ত বা স্বেচ্ছায় অব্যাহতি নেয়া সাংবাদিকদেরকে ক্রীড়নক হিসেবে ব্যবহার করে পত্রিকা অফিসে এবং অফিসের বাইরে শান্তিপুর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। যাতে পত্রিকাটির স্বাভাবিক প্রকাশনা ব্যাহত হয়। পত্রিকায় কর্মরত সাংবাদিক, কর্মকর্তা,  কর্মচারীদের নানারকম ভয়ভীতি দেখানো যাচ্ছে যা কোনো ভাবেই কাম্য নয়। বিবৃতিতে তারা স্পষ্ট করে বলেন, নিজেদের পাওনা নিয়ে যে কারো আইনী পদক্ষেপ বা অন্য কোন নিয়মতান্ত্রিক পন্থা অবলম্বনের অধিকার যেমন রয়েছে, তেমনিভাবে যারা এই পত্রিকায় কাজ করে নিজেদের জীবিকা চালাতে চান তাদের স্বাভাবিক কর্মকান্ডে বাধা দেয়ার অধিকারও কারো নেই। ইনকিলাব শুধু ঢাকা অফিস বা ঢাকার বাইরের কয়েকশ সাংবাদিক কর্মচারীর জীবীকার অবলম্বনই নয় বরং বহুসংখ্যক এজন্ট ও হাজারো পত্রিকা বিক্রেতার বেঁচে থাকার অবলম্বন। এছাড়া জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ ও চেতনায় বিশ্বাসীদেরও এটি এক অসম সাহসী মুখপাত্র। অতএব এই প্রতিষ্ঠানটির সুরক্ষাই এই মুহূর্তে আমাদের কাছে সবচাইতে জরুরী।
বিবৃতিতে তারা বলেন, নিজেদের দাবি-দাওয়া আদায়ের নামে যারা পত্রিকাটির প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা এম এ মান্নান, সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন এবং তার পরিবার, সেই সাথে যারা কুচক্রিদের পাতা ফাঁদে পা না দিয়ে পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখার চ্যালেঞ্জ গ্রহণকারীদের সম্পর্কে কুৎসা রটনা করছেন, সেটা আদৌ তাদের ন্যায্য স্বার্থের অনুকুলে না প্রতিকুলে যাচ্ছে, সুস্থ মাথায় সেটা ভেবে দেখার জন্য অনুরোধ করছি। পাশাপাশি দৈনিক ইনকিলাবের সুষ্ঠু ও শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষের কঠোর ও আইনী পদক্ষেপ নেয়ারও জোর দাবি জানাচ্ছি। একই সাথে সঠিক সময়ে ডিইউজে দৈনিক ইনকিলাব ইউনিটের উদ্যোগে যে সাহসী পদক্ষেপ নেয়া হয়েছে আমরাও তার সাথে একাত্মতা ঘোষণা করছি। পাশাপাশি পত্রিকায় কর্মরত সাংবাদিক কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নের দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করছি।
বিবৃতিদাতারা হলেন- চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ সংবাদদাতা শফিউল আলম, রাজশাহী ব্যুরো প্রধান ও বিশেষ সংবাদদাতা রেজাউল করিম রাজু, খুলনা ব্যুরো প্রধান ও বিশেষ সংবাদদাতা এটিএম রফিক যশোর ব্যুরো প্রধান ও বিশেষ সংবাদদাতা মিজানুর রহমান তোতা, বরিশাল ব্যুরো প্রধান ও বিশেষ সংবাদদাতা নাছিম উল আলম, নোয়াখালীর আঞ্চলিক প্রধান ও সিনিয়র স্টাফ রিপোর্টার আনোয়ারুল হক আনোয়ার, দিনাজপুরের আঞ্চলিক প্রধান মাহফুজুল হক আনার, বগুড়া অফিসের আঞ্চলিক প্রধান মহসিন আলী রাজু, কক্সবাজারের আঞ্চলিক প্রধান শামসুল হক শারেক, ময়মনসিংহের আঞ্চলিক প্রধান শামসুল আলম খান, চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম সেলিম, স্পোর্টস রিপোর্টার তাপস বড়ুয়া রুমু ও স্টাফ রিপোর্টার আইয়ুব আলী, খুলনা অফিসের স্টাফ রিপোর্টার আবু হেনা মুক্তি, যশোর অফিসের স্টাফ রিপোর্টার রেবা রহমান, বেনাপোল অফিসের স্টাফ রিপোর্টার মহসিন মিলন, বগুড়ার স্টাফ রিপোর্টার মাহফুজ মন্ডল প্রমুখ।



 

Show all comments
  • রিয়াজ ২৫ মে, ২০১৭, ১১:৩৫ এএম says : 0
    নিজেরা ঐক্যবদ্ধ থাকলে অন্য কেউ খুব সহজে কোন ক্ষতি করতে পারে না।
    Total Reply(1) Reply
    • Sujon ২৫ মে, ২০১৭, ১:৩০ পিএম says : 4
      That's right
  • লোকমান ২৫ মে, ২০১৭, ১২:০৫ পিএম says : 0
    এগিয়ে যান আপনাদের পাশে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও থাকবে।
    Total Reply(0) Reply
  • নোমান ২৫ মে, ২০১৭, ১২:০৬ পিএম says : 0
    ইনকিলাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা অতীতে সফলকাম হতে পারে নাই এখনও পারবে না।
    Total Reply(0) Reply
  • Santa ২৫ মে, ২০১৭, ১:২৯ পিএম says : 0
    I think this problem will be solved by a discussion.
    Total Reply(0) Reply
  • আল আমিন ২৫ মে, ২০১৭, ১:৩৩ পিএম says : 0
    ইনকিলাব এ দেশ ও দেশের মানুষের কথা বলে, তাদের জন্য কাজ। তাই এদেশের মানুষ দৈনিক ইনকিলাবে পাশে ছিলো, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইনকিলাব

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ