মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চিকিৎসা সহায়তা, খাদ্য স্ট্যাম্প, জনকল্যাণ ও শিক্ষার্থী ঋণসহ সব ধরনের কল্যাণমূলক তহবিল হ্রাসের প্রস্তাব করা হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবনায়। এর মধ্য দিয়ে আগামী এক দশকে ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যয় হ্রাসের পরিকল্পনা করেছে হোয়াইট হাউজ। গত মঙ্গলবার কংগ্রেসে ট্রাম্প প্রশাসনের প্রথম বাজেট প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবিত বাজেটে অধিকাংশ কেন্দ্রীয় সংস্থার অর্থ বরাদ্দ কমানোসহ অনুদানের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণের প্রস্তাব করা হয়েছে। দ্রæত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং হ্রাসকৃত কর ও সরকারি নিরাপত্তা জাল কর্মসূচির শক্তির ওপর ভিত্তি করে এক দশকের মধ্যে কেন্দ্রীয় বাজেটে ভারসাম্য আনার পরিকল্পনা করেছেন ট্রাম্প। সরকারি কল্যাণমূলক কর্মসূচির পাশাপাশি আগামী এক দশকে কৃষিখাত থেকে ৪ হাজার ৬৫৪ কোটি ডলার কেন্দ্রীয় ব্যয় হ্রাসের প্রস্তাব দেয়া হয়েছে। এদিকে পরিকল্পিত কর সংস্কার সরকারের রাজস্ব না কমিয়ে আরো বৃদ্ধি করবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। নতুন মার্কিন প্রেসিডেন্টের প্রত্যাশা ও অগ্রাধিকারের বাজেট প্রস্তাবনা অনুমোদনের জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে। কংগ্রেসে রিপাবলিকান নিয়ন্ত্রণ সত্তে¡ও গ্র্যান্ড ওল্ড পার্টির (জিওপি-রিপাবলিকান পার্টি) মধ্যে বিরোধ ও ডেমোক্র্যাটদের বিরোধিতার মুখে প্রস্তাবিত বাজেট অনুমোদন কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। কংগ্রেস সদস্য হাল রজার্স ট্রাম্পের বাজেট সম্পর্কে জানান, প্রস্তাবিত বাজেটটি কংগ্রেসে কঠিন বিরোধিতার মুখে পড়বে। বাজেট পরিচালক মাইক মালভানি সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট প্রত্যেক বরাদ্দ হ্রাস ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করেছেন এবং মতামত দিয়েছেন। তবে মধ্যপ্রাচ্য ও ইউরোপ সফরে ব্যস্ত থাকায় বাজেট উত্থাপনে উপস্থিত ছিলেন না ট্রাম্প। বাজেট উত্থাপনে প্রেসিডেন্টের অনুপস্থিতি সমালোচনার জন্ম দিয়েছে। প্রস্তাবিত বাজেটে আগামী এক দশকে ধাপে ধাপে ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার ব্যয় হ্রাসের প্রস্তাব রাখা হয়েছে, যার মধ্যে দশক পুরনো জনকল্যাণ কর্মসূচি রয়েছে। এদিকে প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি অবকাঠামো বিনিয়োগ ২০ হাজার কোটি ডলার, নতুন অভিভাবকত্বকালীন ছুটি কর্মসূচিতে ১ হাজার ৯০০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। বরাদ্দ হ্রাসের ক্ষেত্রে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রণীত অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (সাশ্রয়ী সেবা আইন) রদ এবং পরিবর্তনের মাধ্যমে এক দশকে ২৫ হাজার কোটি ডলার সাশ্রয়ের প্রস্তাব রাখা হয়েছে। নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা কর্মসূচি ও চিকিতগ্রা সহায়তা কর্মসূচির বরাদ্দ হ্রাসের মাধ্যমে সাশ্রয়ের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া এক দশকে স্বাস্থ্যসেবা ও শিশু স্বাস্থ্য বীমা কর্মসূচি থেকে ৬১ হাজার ৬০০ কোটি ডলার, খাদ্য স্ট্যাম্প থেকে ১৯ হাজার ৩০০ কোটি, শিক্ষার্থী ঋণ কর্মসূচির ১৪ হাজার ৩০০ কোটি, প্রতিবন্ধী তহবিলের ৭ হাজার ২০০ কোটি, কেন্দ্রীয় কর্মীদের অবসর-পরবর্তী সুবিধা থেকে ৬ হাজার ৩০০ কোটি ডলার বরাদ্দ হ্রাসের প্রস্তাব করা হয়েছে। নির্বাচনী প্রচারণার সময় চিকিতগ্রা সহায়তা হ্রাস না করার প্রতিশ্রæতি দিয়েছিলেন ট্রাম্প। এ বিষয়ে মালভানি জানান, স্বাস্থ্যসেবা সংস্কারের অংশ হিসেবে এ প্রস্তাব রাখা হয়েছে। এদিকে কর কর্তন পরিকল্পনা সত্তে¡ও রাজস্ব ১ ট্রিলিয়ন ডলার বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে এবারের বাজেটে।ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্স, সিএনবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।