Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন বিনিয়োগকারীদের তুরস্কে বিনিয়োগ বাড়ানোর আহ্বান এরদোগানের

তুরস্ক সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদের প্রচারণার বিরুদ্ধে লড়াই করছে

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, সরকার তাদের সাথে লড়াই করছে যারা খোলাখুলিভাবে সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং সন্ত্রাসীবাদের প্রচার প্রসার ঘটায়। ইস্তাম্বুলের হেলিক কংগ্রেস সেন্টারে শনিবার ইবনে হালদুন বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরদোগান আরো বলেন, তুর্কি সরকার ভিন্ন চিন্তাকে ইস্যু করে না। কিন্তু মুক্ত চিন্তার নামে বিশ্বের কোথাও কোথাও সন্ত্রাসী প্রচারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, কোনো আধুনিক রাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠীকে অনুপ্রবেশ করতে ও বিশ্ববিদ্যালয়কে তাদের শিক্ষাশিবিরে পরিণত করতে দেয় না। অপরদিকে, মার্কিন বিনিয়োগকারীদেরকে তুরস্কে বিনিয়োগ বাড়ানোর আহŸান জানিয়েছেন এরদোগান। বিনিয়োগ পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য খুবই অনুকূল উল্লেখ করে তুরস্কে বিনিয়োগ কার্যক্রম আরো জোরদার করার জন্য আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহŸান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। যুক্তরাষ্ট্র সফরকালে ৪০ টি আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থার সাথে মতবিনিময়কালে তিনি এ আহŸান জানান। রিসেপ তাইয়্যেপ এরদোগান সম্ভাব্য বিনিয়োগকারী সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সাথেও সাক্ষাৎ করেন। তুরস্কের বিনিয়োগ সহায়তা এবং আইএসপিএটি’র লিখিত বক্তব্য অনুযায়ী বিনিয়োগ পরিবেশ খুবই অনুকূল উল্লেখ করেন তিনি। এরদোগান আরো বলেন, ইবনে হালদুন বিশ্ববিদ্যালয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জন্য এই সেমিস্টার থেকেই শিক্ষার্থী প্রাপ্তির জন্য প্রস্তুত হবে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়টি  ২০১৫ সালে স্থাপিত হয় এবং এর প্রস্তুতিকালের দুই বছর অতিক্রম করেছে। তিউনিসিয়ার এন্নাহাদার আন্দোলনের নেতা  রাশিদ ঘানুচি এ সিম্পোজিয়ামে উপস্থিত ছিলেন। ঘানুচির বক্তৃতায়, এরদোগানের মত বৃত্তির জন্য ইবনে  হালদুনের অবদানকে তুলে ধরেন। ১৪ তম শতাব্দীর উত্তর আফ্রিকান এবং আরব ঐতিহাসিক, ইবনে হালদুনকে সমাজতত্ত¡ ও জনসংখ্যার পূর্বসূরি বলে মনে করা হয়। হেলিক কংগ্রেস সেন্টারে এরদোগান ও ঘানুচি এক ঘণ্টার ঘনিষ্ঠ বৈঠকও করেন। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্কে

১০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ