Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে খনি বিস্ফোরণে নিহতের সংখ্যা ৪০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

তুরস্কের বার্তিন প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে ঠেকেছে। বিবিসি জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং এখনো খনির ভেতরে অনেকে আটকা পড়ে আছে। বিস্ফোরণের সময় অন্তত ১১০ জন শ্রমিক ওই কয়লা খনিতে কাজ করছিল এবং এর অর্ধেকই ছিল ৩০০ মিটারের বেশি গভীরে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এ পর্যন্ত ৫৮ জনকে তারা উদ্ধার করেছেন; যাদের এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতে জরুরি কর্মীরা পাথর খনন করে আটকেপড়াদের কাছে পৌঁছার চেষ্টা করছিলেন। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে- পুরো কালো রঙে ঢেকে যাওয়া খনি থেকে কর্মীরা বেরিয়ে আসছেন এবং তাদের দৃষ্টি ছিল ঝাপসা। উদ্ধারকর্মীরা তাদের কৃষ্ণসাগর উপকূলের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেছেন। আটকে থাকা কর্মীদের স্বজনরা খনি এলাকায় ভিড় করছেন এবং তাদের স্বজনদের জন্য উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন। বিস্ফোরণটি ধারণা করা হচ্ছে যে খনির অন্তত ৩০০ মিটার ভেতরে হয়েছে। খনির ৩০০ থেকে সাড়ে তিন শ মিটার গভীরের ঝুঁকিপূর্ণ জোনে ৪৯ জন কাজ করছিলেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু জানিয়েছেন। ঘটনাস্থলেই সাংবাদিকদের তিনি বলেছেন, ওই এলাকায়ই তারা আছেন, যাদের এখনো উদ্ধার করা যায়নি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্কে খনি বিস্ফোরণে নিহতের সংখ্যা ৪০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ