Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে ইমরানুর ষষ্ঠ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

তুরস্কের কোনিয়ায় চলমান ইসলামিক সলিডারিটি গেমসের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল পর্যন্ত গেলেও শেষ পর্যন্ত সাফল্য পাননি বাংলাদেশের লন্ডন প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান। পদকের লড়াইয়ে ছয়জনের মধ্যে ষষ্ঠ হয়ে বিদায় নেন তিনি। তবে কোনিয়াতে অনুষ্ঠিত ১০০ মিটার স্প্রিন্ট বেশ নাটকীয়তার জন্ম দিয়েছে। গত সোমবার অনুষ্ঠিত হিটে ১০.০১ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেন ইমরানুর। কিন্তু পরের দিন সেমিফাইনালে ফলস স্টার্টের দ্বিধাদ্বন্দেই পদক জেতা হয়নি ইমরানের। সেমিফাইনালে অন্য অ্যাথলেটদের ফলস স্টার্টের গড়মিলে সব মিলিয়ে চারবার দৌড়াতে হয় ইমরানুরকে। বাতিল হওয়া হিটে তিনি খুব বাজে দৌড়ান (১০.২২ সেকেন্ড)। সেই হিটও বাতিল হয়। পুনরায় হওয়া হিটে আবার নিজেকে ফিরে পেয়েছিলেন বাংলাদেশের প্রবাসী এই অ্যাথলেট। ১০.০৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন ইমরানুর। সেমিফাইনাল হিটে দ্বিতীয় হয়ে ফাইনালে উঠেন। এক ঘন্টা পর ফাইনালে আবার ১০.১৭ সেকেন্ডে দৌঁড়ান ইমরানুর। এই ইভেন্টে ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে আইভরি কোস্টের গুস্তাভ আর্থার সিসে জিতেছেন সোনা, রুপা জয়ী সৌদি আরবের প্রতিযোগী আব্দুল্লাহ আকবর মোহাম্মদের সময় লেগেছে ৯.৯৫ সেকেন্ড। ৯.৯৯ সেকেন্ড সময় নিয়ে শেষ করা দুই প্রতযোগী তুরষ্কের এমের জাফর বার্নস ও ওমানের বারকাত আল হারথি দুজনেই পেয়েছেন ব্রোঞ্জপদক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্কে ইমরানুর ষষ্ঠ

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ