Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানোর অভিযোগ সিরিয়ার

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি। সিরিয়ার সামরিক বহরের ওপর গত বৃহস্পতিবার মার্কিন বিমান বাহিনীর সর্বশেষ হামলার বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করে গত শুক্রবার তিনি এ কথা বলেন। সুইজারল্যান্ডের জেনেভা শহরে সিরিয়া বিষয়ক সর্বশেষ শান্তি আলোচনা শেষে জাফারি জানান, সিরিয়ার বিরোধী গোষ্ঠীর সঙ্গে শান্তিপ্রতিষ্ঠার বিষয়ে ষষ্ঠ দফা আলোচনা শেষ হয়েছে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টিফান ডি মিস্তুরা। বাশার আল-জাফারি বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলোর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের উচ্চাকাক্সক্ষা রয়েছে, কিন্তু আমাদের দেশের বিরুদ্ধেই রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালানো হচ্ছে। এর মধ্যে রয়েছে মার্কিন, ফ্রান্স ও ব্রিটেনের আগ্রাসন যা থেকে সামরিক-বেসামরিক কোনো লক্ষ্যবস্তুই বাদ যাচ্ছে না। জেনেভা বৈঠক সম্পর্কে ডি মিস্তুরা বলেন, বৈঠকে গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হয় নি তবে কিছু অগ্রগতি আছে। পরবর্তী বৈঠক জুন মাসে হতে পারে বলে তিনি জানান। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ