Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় সাহায্য পাঠাতে জাতিসংঘে ভোটের আহ্বান যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৭ পিএম

তুরস্ক থেকে আরও সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে ত্রাণ সরবরাহের অনুমোদন দেয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

জাতিসংঘের সাহায্য প্রধান মার্টিন গ্রিফিথ বলেছেন যে, বিশ্ব এখনও পর্যন্ত উত্তর-পশ্চিম সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ লোকদের হতাশ করেছে, সেখানে বেঁচে থাকা লোকেরা ‘নিজেদেরকে পরিত্যক্ত বোধ করছে’। জাতিসংঘ বলছে, ভূমিকম্পের পর সিরিয়ায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক এবং সিরিয়ায় প্রায় ৯ লাখ মানুষের জরুরী খাবারের প্রয়োজন রয়েছে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে, তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্প ‘সবাইকে অভিভূত করেছে’ - সতর্কতার মধ্যে জীবন বাঁচাতে সাহায্যের প্রবাহকে জরুরিভাবে দ্রুততর করতে হবে।

ডাঃ মাইকেল রায়ান, ডব্লিউএইচওর নির্বাহী পরিচালক বলেছেন, ‘ভূমিকম্পের পরিমাণ’ এবং ‘জনসংখ্যার ঘনত্ব’ এর উপর এত বেশি নির্ভর করে উভয় দেশে প্রভাব তুলনা করা ‘বিভ্রান্তিকর’। ‘কোনও প্রশ্ন নেই, অবশ্যই তুরস্কের পক্ষে, অনুসন্ধান এবং উদ্ধারের ক্ষেত্রে, দুর্যোগ প্রতিক্রিয়ার ক্ষেত্রে অভিজ্ঞতার ঘাটতি আছে,’ তিনি বলেছেন। সূত্র: আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ