Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তানোরে কলেজ ভাড়া নিয়ে কেজি স্কুলের পাঠদান

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরের কামারগা ইউপির মাদারীপুর আইডিয়াল কলেজ অধ্যক্ষ ইসরাফিল চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গত ৯ মে সংশ্লিষ্ট এলাকার প্রায় অর্ধশতাধিক মানুষের স্বাক্ষর সংবলিত একটি লিখিত অভিযোগ চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন বরাবরে প্রেরণ করেছেন। সরেজমিন অনুসন্ধান করলেই অধ্যক্ষ ইসরাফিলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যাবে বলে স্থানীয়রা দাবি করেছেন। এদিকে কলেজ ভাড়া নিয়ে সেখানে অবৈধ ‘একতা কোয়ালিটি কে,জি স্কুল’ স্থাপন করে চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান আসাদুজ্জামান শিক্ষা নিয়ে রীতিমত বাণিজ্য করছেন। কলেজে শিক্ষার্থী না থাকায় তিনি প্রায় তিন বছর ধরে কলেজে কেজি স্কুলের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্কুলে প্লে, নার্সারী, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তি করে পাঠদান করানো হচ্ছে। গত বুধবার সরেজমিন দেখা গেছে, কলেজ চত্বরে ছোট ছোট শিশুরা খেলাধুলা করছে। উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। কলেজের অফিস কক্ষে গিয়ে দেখা যায়, একতা কোয়ালিটি কেজি স্কুলের সাইনবোর্ড লাগানো রয়েছে। আর এসব শিশুরা একতা কোয়ালিটি কেজি স্কুলের শিক্ষার্থী। অথচ কলেজে তেমন কোনো শিক্ষার্থী না থাকলেও যথারীতি ৩৩ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ করা হয়েছে বলে দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে। স্থানীয়রা জানান, তানোরের মাদারীপুর আইডিয়াল কলেজ অধ্যক্ষ ইসরাফিল চৌধূরী কলেজের অস্থিত্ব ধরে রাখতে ভুয়া শিক্ষার্থীর নাম ব্যবহার, কলেজ এমপিওভুক্ত করণের নামে কলেজের প্রায় ৩৩ জন শিক্ষক-কর্মচারীদের কাছে থেকে প্রায় ৩ লাখ টাকা করে আদায় করেছেন ও জাল দলিল সৃষ্টি করে কলেজের সম্পত্তি দেখিয়েছেন। এলাকাবাসী কলেজটি এমপিওভুক্ত করণের পূর্বে সরেজমিন কলেজ পরিদর্শন ও অধ্যক্ষের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উধ্বর্তন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ ইসরাফিল চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল তার কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারাই এসব অভিযোগ করতে পারে যা সত্য নয়। তিনি বলেন, একতা কেজি স্কুলের জায়গা না থাকায় তার কলেজে তারা স্কুলের কার্যক্রম করছে, তবে এজন্য তিনি কোনো ভাড়া নেননি। এলাকার শিক্ষা বিস্তারের স্বার্থে তিনি তাদের অনুমতি দিয়েছেন। এ ব্যাপারে কলেজ সভাপতি আশফাকুর হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও মুঠোফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে একতা কোয়ালিটি কেজি স্কুলের স্বত্ত¡াধিকারী ও চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান আসাদুজ্জামান বলেন, তিনি সমিতির অনুমোদন নিয়ে কলেজ ভাড়া করে স্কুল স্থাপন করেছেন, স্কুলের ঘর হলেই তিনি সেখানে স্কুল নিয়ে যাবেন। এ ব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ‘ইউএনও’ মুহাঃ শওকাত আলী বলেন, তিনি এমন অভিযোগ পাননি। তিনি বলেন, যেহেতু অভিযোগ উঠেছে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলেজ

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ