গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহারের পর আবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর সরকারি মহিলা ইডেন কলেজ ক্যাম্পাস।বুধবার (৯ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ শাখা কমিটির স্থগিতাদেশ প্রত্যাহারের পরপরই বিবদমান দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে দশটার দিকে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় বর্তমান কমিটির বিদ্রোহী সদস্যদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে বুধবার (৯ নভেম্বর) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও ও সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক বিজ্ঞপ্তিতে কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখা কমিটির উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
গত ২৬ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পরিপ্রেক্ষিতে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। একইসঙ্গে কলেজ শাখা ছাত্রলীগের ১৬ জন নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
চলতি বছরের ১৩ মে তামান্না জেসমিন রিভাকে সভাপতি ও সুলতানা রাজিয়াকে সাধারণ সম্পাদক করে তিন বছর পর ইডেন ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ৷ কমিটি হওয়ার পর থেকে নানা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে সংবাদের শিরোনাম হয় ইডেন কলেজ শাখা ছাত্রলীগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।