Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্ভাবনার দুয়ার খুলেছে ফাঁদ ও ফ্রুট ব্যাগিং পদ্ধতি

নবাবগঞ্জ রফতানির লক্ষ্যে বিষমুক্ত আম চাষ

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৭, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের নবাবগঞ্জ থেকে চলতি মৌসুমের বিষমুক্ত আম বিদেশে রপ্তানীর লক্ষ্যে সেক্স ফেরোমন ফাঁদ ও ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহার করছে বাগান মালিকরা। দেশের বাইরে বাংলাদেশী ফলের চাহিদা বাড়াতে এডিপি’র অর্থায়নে ও নবাবগঞ্জ কৃষি অধিদপ্তরের সহযোগীতায় প্রকল্পের মাধ্যমে আম ও লিচু চাষী বাগানীদের বিষমুক্ত আম ও লিচু চাষের উপর প্রশিক্ষণ প্রদানসহ সেক্স ফেরোমন ফাঁদের উপকরণ দেয়া হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকার ৮০২ হেক্টর জমির উপর ১১৩৭ টি বাগানে বিপুল পরিমাণ আম ধরেছে। যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৫১৫ মেঃ টন। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের  আম বাগান মালিক ও মাহমুদপুর ফল চাষী সমবায় সমিতি লিঃ এর সভাপতি জিল্লুর রহমান জানান, তার ৬ একর জমির আমের বাগানে গাছের সংখ্যা ৩১৫টি। এর মধ্যে হিম সাগর, নেংড়া, রুপালী, মল্লিকা ও হাড়িভাঙ্গা জাতের আম গাছ বেশী রয়েছে। যা থেকে তিনি গত মৌসুমে সাড়ে ৩ লাখ টাকার আম বিক্রি করেছেন। তিনি আরও জানান, তাদের সমিতির আওতায় ১০০ জন সদস্য রয়েছে। ওই ১০০ জন সদস্যের সকলে এই মৌসুমে ১০০ মেঃ টন আম বিদেশে রপ্তানীর লক্ষ্যে বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই এলাকার আম-বাগানীদের আম এবারে বিদেশে রপ্তানীর প্রক্রিয়া চলছে। আর সেই লক্ষ্যে উপজেলা কৃষি বিভাগ বাগানীদের বিষ মুক্ত আম উৎপাদনের বিষয়ে সঠিক পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে আসছেন। উপজেলা নির্বাহী অফিসার বজলুর রশীদ জানালেন,কৃষকের উৎপাদিত মৌসুমী ফলের মূল্য-বৃদ্ধি ও  নবাবগঞ্জ থেকে এবারে বিদেশে আম রপ্তানী প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে।



 

Show all comments
  • Sagir ২০ মে, ২০১৭, ৩:৪৩ এএম says : 0
    khub valo uddog
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্ভাবনা

৮ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ