Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অসুস্থ হয়ে হাসপাতালে চলচ্চিত্রকার আজিজুর রহমান

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: প্রখ্যাত চলচ্চিত্রকার আজিজুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ছুটির ঘণ্টা ও অশিক্ষিত সিনেম্যাাত এই চলচ্চিত্রকার হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হসপাতালে ভর্তি হয়েছেন। গত সোমবার অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন। উল্লেখ্য, আজিজুর রহমান ১৯৫৮ সালে পরিচালক এহতেশামের সহকারী হিসেবে কাজ করেন এ দেশ তোমার আমার চলচ্চিত্রে। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে সাইফুল মূলক বদিউজ্জামান মুক্তি পায় ১৯৬৭ সালে। তার অন্যান্য চলচ্চিত্রগুলোর মধ্যে স্বীকৃতি, অপরাধ, গরমিল, মায়ের আচঁল, জনতা এক্সপ্রেস উল্লেখযোগ্য। আজিজুর রহমান পরিচালিত উর্দু চলচ্চিত্রের মধ্যে রয়েছে মেরে আরমান মেরে স্বপ্নে, সাত সেহেলী, বস্তির রাণী ও পরদেশে রেহেনে দো। তার প্রযোজিত চলচ্চিত্রের মধ্যে নাচের পুতুল, মাটির ঘর, কুচবরণ কন্যা, রঙিন রূপবান, কাঞ্চন মালা ও জিদ উল্লেখযোগ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ