প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একসময়ের দর্শকপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ এখন আর সিনেমায় নিয়মিত নন। তবে সিনেমা অঙ্গণের খোঁজ-খবর নিয়মিত রাখেন। সাম্প্রতিক সিনেমার বিভিন্ন ঘটনা নিয়ে তিনি বেশ বিরক্ত। এই বিরক্তি প্রকাশ করেছেন তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে। তিনি সিনেমায় এখন ‘সার্কাস’ চলছে বলে মন্তব্য করেছেন। তার অফিসিয়াল ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন, ‘রং-বেরঙের জোকার নিয়ে মেতে আছে মানুষগুলো। যারা কথা বলতে পারে না, তারা মিথ্যা বলেই চলেছে। আর আমাদের লোকগুলো তাতেই তালি বাজিয়ে মারহাবা মারহাবা করে চলেছে।’ তারা ছোট্ট এ মন্তব্য থেকেই চলচ্চিত্রাঙ্গণে যা ঘটছে তার সারসংক্ষেপ পাওয়া যায়। উল্লেখ্য, গত একবছর ধরে চলচ্চিত্রাঙ্গণে নানা ধরনের নেতিবাচক ঘটনা ঘটে চলেছে। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মামলা-মোকদ্দমা, সিনেমা মুক্তির পর একে অপরকে নিয়ে বিরূপ মন্তব্য ও সমালোচনা থেকে শুরু করে ব্যক্তিগত বিষয় নিয়ে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। সবকিছুই যেন লাগামহীন হয়ে পড়েছে। চলচ্চিত্রের অভিভাবক শ্রেণীও এসব নিরসনে কার্যকর উদ্যোগ নিচ্ছেন না। বরং উল্টো মন্তব্য করে পরিস্থিতি ঘোলাটে করে দিচ্ছেন বলে চলচ্চিত্র সংশ্লিষ্ট সচেতন মহল মনে করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।