মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গত কয়েকদিনে ভূমধ্যসাগরে দুই শতাধিক শরণার্থী প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। লিবীয় উপকূলে ভেসে আসা লাশ ও উদ্ধারকৃত শরণার্থীদের বক্তব্যের ভিত্তিতে এ আশঙ্কা করা হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত লিবীয় উপকূলে প্রায় সাড়ে সাত হাজার শরণার্থীকে উদ্ধার করেছে ইতালি ও লিবিয়ার কোস্টগার্ড। তবে তিনদিনে মোট কতজন শরণার্থী প্রাণ হারিয়েছেন তা এখনো সঠিকভাবে জানা যায়নি। বেঁচে যাওয়া শরণার্থীদের দুটি দল জানায়, উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই রাবারের ডিঙি ডুবে যাওয়ায় তাতে থাকা কয়েকশ’ শরণার্থী প্রাণ হারায়। গত রোববার আরো অন্তত ৬০ জনের মৃত্যুর কথা জানায় সিসিলিতে অবস্থানরত শরণার্থীরা। এছাড়া লিবিয়ার জাউইয়া জেলার পশ্চিম উপকূলে ১১ শরণার্থীর লাশ ভেসে এসেছে বলে জানান রেড ক্রিসেন্টের স্থানীয় মুখপাত্র মোহানাদ ক্রিমা। এদিকে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থার হিসাব অনুযায়ী, ইউরোপে আসার পথে তিন দিনে ৮০ জনের অধিক শরণার্থী প্রাণ হারিয়েছেন। এছাড়া চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ইতালি আসার পথে নিখোঁজ হয়েছেন ১ হাজার ১৫০ জনের বেশি শরণার্থী। রয়টার্স, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।