Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমধ্যসাগরে থামছে না মৃত্যু

১৭ বাংলাদেশির সলিল সমাধি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ১২:০১ এএম

ইউরোপের স্বপ্ন দেখে ভূমধ্যসাগরে অবৈধ অভিবাসীদের মৃত্যুর মিছিল থামছে না। আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ফাঁদে পা দিয়ে লাখ লাখ টাকার বিনিময়ে অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে ইউরোপের উন্নত জীবনের আশায় অভিবাসীরা ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অকালে প্রাণ হারাচ্ছে। অকালে প্রাণ হারানো এসব যুবকের অধিকাংশ অভিবাবক জেনে শুনেই সন্তানদের মানবপাচারকারীদের হাতে তুলে দিচ্ছে। অভিবাসনের টার্গেট নিয়ে ইউরোপের উদ্দেশে জীবন ঝুঁকি নিয়ে যাওয়া মানুষের মৃত্যুর তালিকায় যুক্ত হলো আরও ১৭ বাংলাদেশি যুবকের। গত বুধবার তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রেড ক্রিসেন্টের কর্মকর্তারা জানিয়েছেন, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌযানডুবিতে কমপক্ষে ১৭ জন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। সেদেশের কোস্টগার্ড সাগর থেকে ৩৮০ জনের বেশি আরোহীকে উদ্ধার করেছে। লিবিয়ার উত্তরপশ্চিম উপকূলের জুয়ারা থেকে সিরিয়া, মিসর, সুদান, মালি ও বাংলাদেশের অভিবাসীদের নিয়ে রওনা দেয় নৌযানটি। রেড ক্রিসেন্ট কর্মকর্তা মংগি স্মিম বলেন, “১৭ জন বাঙালি মারা গেছে এবং ৩৮০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে যারা লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের পথে রওনা দিয়েছিল।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমধ্যসাগর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ