নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : একদিন বিরতি দিয়ে আজ মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অষ্টম রাউন্ডের খেলা। তিন ভেন্যুতে তিনটি খেলা হলেও সকলের নজর থাকবে বিকেএসপির চার নম্বর মাঠে। যেখানে মুখোমুখি চিরপ্রতিদ্ব›দ্বী আবাহনী ও মোহামেডান। দুই দলেরই ৭ ম্যাচে ৫ জয় নিয়ে সংগ্রহ ১০ পয়েন্ট। যদিও নেট রান রেটে খানিকটা পিছিয়ে মোহামেডান। আজ মোহামেডানের সুযোগ থাকছে আবাহনীকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাওয়ার।
এমন একটি ঐতিহ্যবাহী ম্যাচে মুখোমুখি হওয়ার আগের দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। পুরনো দিনে ফিরে গেলেন তিনি, ‘ছোটবেলা থেকে দেখে এসেছি আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। যদিও গত কয়েক বছর ধরে সেই উত্তেজনটা এখন আর নেই। আমরা যখন খেলেছি তখন ২৫-৩০ হাজার দর্শকের সামনে খেলতে হয়েছে। এখন হয় না। তারপরও আবাহনী-মোহামেডান ম্যাচ লিগের অনেক বড় একটা ম্যাচ।’
সুজন এ দ্বৈরথকে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন অন্য কারণেও, ‘এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ আমরা দুটি ম্যাচ হেরে গেছি। এখন প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আলাদা কোনও পরিকল্পনা নেই, আমরা যেভাবে খেলি সেভাবেই খেলব। আমাদের বেসিকগুলো ঠিক রেখে খেলতে হবে।’
গত কয়েক বছরের তুলনায় মোহামেডান বেশ শক্তিশালী দল গড়েছে এই আসরে। এই মোহামেডানকে বেশ সমীহ করছে আবাহনী কোচ, ‘এখন আর কোনও দলই ছোট নয়। মোহামেডান এখন বড় দল, নামটাও বড়। মোহামেডান শক্তিশালী একটি দল। খেলা খুব একটা সহজ হবে না। মোহামেডান ছন্দে আছে। শেষ দুটি ম্যাচ জিতেছে। আমরা যদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের কাজগুলো সহজ হয়ে যাবে।’
এদিকে গেলপরশু বিকেএসপিতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে খেলার সময় আঘাত প্রাপ্ত হন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক আব্দুর রাজ্জাক। ইনিংসের ৪৫তম ওভারে রান নিতে গিয়ে উইকেট বাঁচাতে ডাইভ দিতে গিয়ে বাজেভাবে পড়ে যান তিনি। অবস্থা সুবিধাজনক মনে না হলে সাথে-সাথেই হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয় তাঁকে। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জানা গেছে আব্দুর রাজ্জাকের চোট গুরুতর নয়। তবে চোটের ধরণ সম্পর্কে বিস্তারিত জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে ‘এমআরআই’ রিপোর্টের জন্য।
রাতেই ‘এমআরআই’ পরীক্ষা করা হয়েছে ৩৪ বছর বয়সী আব্দুর রাজ্জাকের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেড ‘টু’ ইঞ্জুরির শিকার বাঁ-হাতি অভিজ্ঞ এ স্পিনার। শেষ পর্যন্ত যদি তাই হয় তাহলে তিন সপ্তাহের জন্য ছিটকে যেতে হবে গত ম্যাচেও ৫ উইকেট নেয়া রাজ্জাককে! এ প্রসঙ্গে শেখ জামালের কোচ দীপু রায় চৌধুরী বলেন, ‘চোট গুরুতর নয়। ডাইভ দিয়েছে তো, পেশিতে টান পড়েছে। হ্যামস্ট্রিংই ধারণা করা হচ্ছে। এমআরআই রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’
দিনের অপর দুই ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরের মুখোমুখি ভিক্টোরিয়া, আর ফতুল্লায় রুপগঞ্জ খেলবে খেলাঘরের বিপক্ষে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।