Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবাহনী-মোহামেডান রোমাঞ্চ জেতেনি কেউ

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আবাহনী ও মোহামেডান। দেশের ঘরোয়া দুই চিরপ্রতিদ্ব›দ্বী দল। এই দু’টি দলের মুখোমুখি খেলা মানেই বাড়তি উত্তেজনা। দু’দলের সমর্থকদের মধ্যেই বিরাজ করে আনন্দ আর হতাশা। এমনকি মাঠে খেলতে থাকা খেলোয়াড়দের মধ্যেও সেই উত্তেজনা ছুয়ে যায়। যার ফলে সামান্য কিছু ঘটলেই তা রুপ নেয় ভিন্নদিকে। খেলা বন্ধ থাকে। এমনটা ঘটেছে গতকালের ম্যাচেও। দু’দলের ম্যাচে গন্ডগোল হলে খেলা বন্ধ থাকে প্রায় ৩০ মিনিট। তবে শেষ পর্যন্ত ম্যাচে কেউ জেতেনি। টান টান উত্তেজনার ম্যাজে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে আবাহনী ও মোহামেডানকে।

টানা দুই ড্রয়ে গত আসরের যুগ্ম চ্যাম্পিয়ন আবাহনীর এবার একক শিরোপা পাওয়াটা চ্যালেঞ্জের মুখেই পড়ল। আবাহনীর কোচ মাহবুব হারুনের কথায়, ‘আমাদের এখন পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। সুপার সিক্স ও প্রথম লীগের বাকি সব ক’টি ম্যাচ জিততে হবে।’ পাকিস্তানের তারকা খেলোয়াড় শাকিল আব্বাসী আবাহনীতে অনেকটাই নিষ্প্রভ। আবাহনী ও মোহামেডান ম্যাচ শেষে এই পাক খেলোয়াড় বলেন, ‘নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নই। আরো ভালো খেলার সামর্থ্য রয়েছে। পারফরম্যান্স আশানুরুপ না হওয়ার পেছনে আরেকটি কারণ আমার মূল পজিশন ফরোয়ার্ড। এখানে আমি অন্য পজিশনে খেলছি।’ মোহামেডানের তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমির কথা, ‘আমাদের আজ তিন পয়েন্ট পাওয়া উচিত ছিল। শেষ মুহূর্তে আমরাই পেনাল্টি কর্নার পাই। কিন্তু দেয়া হয়নি।’ ম্যাচের শেষ দিকে পেনাল্টি কর্নার নিয়ে ঝামেলায় খেলা প্রায় আধ ঘন্টার মতো বন্ধ ছিল। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ঝামেলার সৃষ্টি। এ বিষয়ে আবাহনীর কোচ মাহবুব হারুন বলেন, ‘ডেডবল নিয়ে সরাসরি ডি বক্সের মধ্যে প্রবেশ করা যাবে না। পাঁচ গজ অন্য দিকে ঘুরতে হবে। সে (মোহামেডানের খেলোয়াড়) পাঁচ গজ না ঘুরেই ডি বক্সে ঢুকে আমাদের খেলোয়াড়ের পায়ে লাগিয়ে পেনাল্টি কর্নার দাবি করেছে।’ তবে মোহামেডানের কোচ জামাল হায়দার পেনাল্টি কর্নার নিয়ে মন্তব্য না কররেও আম্পায়ারিং সম্পর্কে বলেন, ‘এই আম্পায়ারদের তুলনায় আমাদের সেলিম লাকী-শাহবাজরাই ভালো।’ তবে ফলাফলে সন্তুষ্ট না হলেও ম্যাচ পারফরম্যান্সে জামাল হায়দার সন্তুষ্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবাহনী-মোহামেডান রোমাঞ্চ জেতেনি কেউ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ