বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা : স্ত্রীর বিরুদ্ধে বিয়ের সময় তথ্য গোপন ও বিভিন্নভাবে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক লন্ডন প্রবাসী। শুক্রবার রাতে নতুন বাজারস্থ বিশ্বনাথ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার দেওকলস ইউনিয়নরে কজাকাবাদ গ্রামের মৃত আছলম খানের ছেলে লন্ডন প্রবাসী আজিজুল খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ২০১১ সালের শেষের দিকে বাংলাদেশে আসলে প্রবাসী ফজলু মিয়া ও তার স্ত্রীর মাধ্যমে ইসলামপুরস্থ শাহপরাণ থানাধীন বøক-ডি, ১০৪ নং রিমা ম্যানশন মেজর টিলায় বাসা ভাড়া নেই। ফজলু মিয়ার মাধ্যমে স্থানীয় আব্দুল শফিকের সাথে পরিচয় হলে সেই সূত্রে সফিক আমার পরিবারের সাথে পরিচিত হয়ে তার মেয়ে শিউলি আক্তারকে আমার কাছে বিয়ে দেয়ার প্রস্তাব দেন। পরে উভয় পক্ষের আত্মীয়-স্বজনের মাধ্যমে ২০১২ সালের ৮ এপ্রিল শিউলি আক্তারকে ইসলামি শরিয়াহ্ অনুযায়ী বিবাহ করি। কিছুদিন পর আমি স্ত্রীকে তার পিত্রালয়ে রেখে লন্ডনে যাই। বিবাহ প্রতারণাপূর্বক দেয়া হয়েছে বিষয়টি আমরা বুঝতে পারিনি। ২০১৪ সালের ২৩ আগস্ট হতে ভিসাপ্রাপ্ত করাইয়া লন্ডনে নিয়ে যাই। আমার স্ত্রী গর্ভবতী হলে তার বড় বোন সুজিয়ার কুপরামর্শে আমি এবং পরিবারের অগোচরে গর্ভের সন্তান নষ্ট করে। কিছুদিন পর পর দেশে আসতে চাইলে আমার নিজ খরচে তাকে ২ বার দেশে পাঠাই। আমার স্ত্রী শিউলি আক্তার বিভিন্ন সময়ে প্রায় ৫০ লক্ষ টাকার সমপরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। ২০১৭ সালের ৮ এপ্রিল দেশে এসে আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার স্ত্রী কোথায় জানতে চাইলে তারা কোন সদুত্তর না দেয়ায় আমার সন্দেহ হয় যে শিউলি আক্তারের এরূপ কার্যক্রমের কারণ কি? অনুসন্ধানে জানতে পারি আমার সাথে বিয়ের পূর্বে ২০১০ সালের ১৯ ফেব্রæয়ারী দেওয়ান মারগুব কুরেশির সাথে বিয়ে হয়। আমি সমস্ত বিষয় জানার পর ২০১৭ সালের ১৪ এপ্রিল আমার শ্বশুর আব্দুল শফিকের বাসায় গিয়ে বিচার প্রার্থী হলে তারা হুমকি দিয়ে আমাকে তাড়িয়ে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।